বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫০
১০৬
এইচ আর সুমন : ভোলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সফল করার লক্ষে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ড থেকে থেকে এবং বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে খন্ড খন্ড মিছিল নিয়ে সকাল থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। এ সময় তারা বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন এবং বাদ্য-যন্ত্রের সাহায্যে নেচে-গেয়ে অনুষ্ঠানে সামিল হয়। একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা আসতে থাকেন আর জেলার নেতারা তাদেরকে শুভেচ্ছা ও অথ্যর্থনা জানান। এক সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে পূর্ব ও পশ্চিমের রাস্তায় হাজার হাজার নেতা-কর্মীদের ঢলে কিছুটা সময়ের জন্য যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর নেতা-কর্মীরা মুক্ত বাতাসে নিজেদের মত করে বিএনপির কোন অনুষ্ঠানে যোগ দিতে পেরে যেন তারা আনন্দে উদ্যেলিত। এক সময় তা জেন সমুদ্রে পরিণত হয়।
এ সময় জেলার নেতারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। র্যালী পূর্ব সমাবেশে জেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, যুগ্ম আহŸায়ক হারুন অর রশীদ ট্রæম্যান, উপজেলা বিএনপির আহŸায়ক আসিফ আলতাফ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, এ দিনটিকে সামনে রেখে আমাদেরকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে।সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি গনতন্ত্র রক্ষায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহবান জানান এ নেতারা।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মফিজুল ইসলাম মিলন, বশির হাওলাদার, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদদ হোসেন মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক,জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা যুবদল নেতা মিজানুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার প্রমূখ। র্যালীতে জেলা বিএনপির নেতা-কর্মী ছাড়াও বিএনপির বিভিন্ন অংগ-সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে। । পরে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বর্ন্যাঢ্য র্যালী বের হয়।র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
দৌলতখান প্রতিনিধি জানান, ভোলার দৌলতখান উপজেলা বিএনপি ঐতিহাসিক সাত নভেম্বর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি দিবসটি পালনে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল উপজেলা দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শোভাযাত্রা। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় উপজেলা দলীয় অফিসে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার। বিএনপির এ নেতা তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ
হাসিনা এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। আলোচনা সভায় তিনি দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় দলীয় অফিসে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশির মেম্বার, সহ-সভাপতি হাজী আকবর হোসেন, সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আযম পলিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপি নেতা কাজী কামাল, নুর মিয়ার হাট আঞ্চলিক বিএনপি নেতা আশ্রাফুল ইসলাম ফরিদ মাস্টার প্রমূখ। পরে বিএনপির নেতৃবৃন্দ দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহরে একটি শোভাযাত্রা বের করে পৌর শহর পদক্ষিণ করে।
বোরহানউদ্দিন প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা বিএনপি কর্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় । পরে সেখানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির নির্বাহি কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা, উপস্থিত থেতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খাঁন,সদস্য সচিব কাজী মোঃ আজম, মহিলা বিষয়ক সম্পাদিকা ইসরাত জাহান বনি , পৌর বিএনপির উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুল আলম মিঠু, পৌর যুবদল আহবায়ক হেলাল মুন্সি, যুগ্ম আহবায়ক স্বর্ণকার রাজীব হাওলাদার, পৌর ছাত্রদল সভাপতি শাকিল মাতাব্বর, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম সহ স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মনপুরা প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় উপজেলা বিএনপির দুই গ্রæপ পৃথক পৃথকভাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করে। এই সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির একটি গ্রæপ সদর হাজীরহাট বাজারে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করে।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, ভোলা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক সামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মিজান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ একরাম কবির সহ অন্যান্যরা।
পরে চরফ্যাসন-মনপুরা আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত বিএনপির অপর গ্রæপটি হাজীরহাট বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করে।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল নেতা মোঃ বাবুল, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জিয়া, মোঃ খোকন, স্বোচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক আবদুর রহমান, মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও উপজেলা মৎস্যজীবি দলের সম্পাদ মোঃ মোস্তফা সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
তজুমদ্দিন ও লালমোহনে ধানের র্শীষ প্রতীকের লিফলেট বিতরণ পথসভা
ভোলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত
ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ভোলায় স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
দৌলতখান নারী নির্যাতনের ঘটনায় ভণ্ড হারুন গ্রেফতার
স্পিডবোট দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলল নিখোঁজদের সন্ধানে অভিযান
ভোলায় মানবিক সমাজ গড়ার প্রত্যায় নিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
চরফ্যাশনে ইকরা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার বেতন না দিয়ে আয়াকে মারধর
লালমোহনে ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
লালমোহনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ইউনিয়ন কমিটি গঠন
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত