অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক ১৪৩১


ভোলায় মুদি দোকানে আগুন, নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায় আবু তাহের মিয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৮০

কামরুল ইসলাম : ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকার একটি মুদি দোকানে পরিকল্পিত ভাবে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত‌ আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা দোকানে আগুন ধরিয়ে দেয় বলে এমন অভিযোগ করেন মুদি দোকানি মোঃ আবু তাহের মিয়া। এতে করে তার দোকানে থাকা টেলিভিশন, ফ্রিজ ও মুদি মালামালসহ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

দোকেনর মালিক আবু তাহের মিয়া ও এলাকার লোকজন জানান,প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত আড়াইটার দিকে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। ছুটে গিয়ে দেখেন আগুন দাউ দাউ করে জ্বলছে। এসময় আশপাশের লোকজন এলাকাবাসী মিলে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে দোকানের সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। আগুন লাগার প্রায় ঘন্টাখানেক আগ থেকে ওই এলাকায় বিদ্যুৎ ছিলনা। তাই তারা ধারনা করছেন শত্রুতা করে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে। এতে করে তার দোকানে থাকা টেলিভিশন, ফ্রিজ ও মুদি মালামালসহ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন মোঃ আবু তাহের মিয়া।
এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।





আরও...