অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট কোর্টে শিশুদের ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৫৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনে দূর-দূরান্ত থেকে আসা বিচার প্রার্থী মায়েদের জন্য  শিশুদের ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায়  জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করেন। কতৃপক্ষ জানান, মায়েদের সুবিধার্থে শিশুকে নির্বিঘেœ দুধ খাওয়ানো  এবং  বাচ্চাদের বিশ্রামের  জন্য  এই কর্নারের ব্যবস্থা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, চীফ জুডিঃ ম্যাজিস্ট্রেট শরীফ মো সানাউল হক অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ ম আদালত জজ মোঃ তারেক হোসেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে  , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম,ভোলা বারের সভাপতি বশির উল্যাহ ,সেক্রেটারি মাহবুবুর রহমান লিটু, এডভোকেট মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।