অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার পূর্ব ইলিশায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি - ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই ক্যাম্পের আয়োজেন করে।
ক্যাম্পটি গতকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে যেখানে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা করেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রকল্পের  টেকনিক্যাল অফিসার মোঃ মিঠুন মন্ডল ও মুহাম্মাদ মাসুম বিল্লাহ।
দিনব্যাপি এই ক্যাম্পে ২৫৩ জন রোগী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়, এছাড়া ৩৭ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসা গ্রহণকারী রোগীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।