অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক ১৪৩১


শুনানি ছাড়া প্রবাসীদের এনআইডি আবেদন বাতিল নয়


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৯৭

কোনো আবেদনে তথ্যের ঘাটতি থাকলে বা কোনো দলিলাদি না থাকার কারণে কোনো প্রবাসীর আবেদন বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট প্রবাসীর শুনানি নেওয়াটা মাঠ কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

প্রয়োজনে আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে হলেও দলিলাদি সংগ্রহ করার সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি।

 

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, একজন প্রবাসীর পক্ষে সবসময় সব দলিলাদি সংযুক্ত করা সম্ভব হয় না। ফলে মাঠ কর্মকর্তারা তাদের আবেদন সাধারণ নির্দেশনাবলির ধারাবাহিকতায় বাতিল করে দেন। এতে অনেক ভোগান্তির শিকার হন তারা। এ ছাড়া সময় ও অর্থের অপচয় হয়। অন্যদিকে জরুরি সেবা থেকেও বঞ্চিত হন তারা। বিষয়টি নিয়ে অনেকের দাবির প্রেক্ষিতে প্রবাসীদের সেবা সহজ করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, প্রবাসীদের ক্ষেত্রে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে সেবাদান করতে হবে। তাদের নিবন্ধনের ক্ষেত্রে আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত না থাকলে আবেদনকারীর শুনানি ছাড়া আবেদন বাতিল করা যাবে না। প্রয়োজনে আত্মীয়-স্বজনের সঙ্গে যোগযোগ করে ডকুমেন্ট সংগ্রহ করতে হবে।

এ বিষয়ে ইসি সচিব শফিউল আজিম বলেছেন, এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে সব উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কাজ সাতটি দেশে চলমান আছে। যেখানে প্রবাসী আনুপাতিক হারে বেশি সেখানে আস্তে আস্তে চালু করব। শিগগিরই কানাডা ও অস্ট্রেলিয়ায় চালু হবে এই সেবা। এ ছাড়া যুক্তরাজ্যে লন্ডনের পর বাকিংহামেও চালু হচ্ছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনও হয়েছে। পরে পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপে এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০১৯ সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ হাতে নেয়। এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে ২০১৯ সালের ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছর ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আবর, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্যও এ সুযোগ চালু করা হয়।

সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সতত্যা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল। এরপর করোনা মহামারির কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন সম্প্রতি পদত্যাগী কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন। এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা।





ভোলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় : মেজর হাফিজ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় : মেজর হাফিজ

বোরহানউ‌দ্দি‌নে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস পা‌লিত

বোরহানউ‌দ্দি‌নে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস পা‌লিত

মনপুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মনপুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যথাযথ মর্যাদায় দৌলতখানে ৭ নভেম্বর পালিত হয়েছে

যথাযথ মর্যাদায় দৌলতখানে ৭ নভেম্বর পালিত হয়েছে

সব সংস্কারে প্রস্তুত সরকার, সবার চাহিদা-পরামর্শ চান ড. ইউনূস

সব সংস্কারে প্রস্তুত সরকার, সবার চাহিদা-পরামর্শ চান ড. ইউনূস

সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত সরকারের

সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত সরকারের

চীনের পথে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল

চীনের পথে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল

বিপ্লব ও সংহতি দিবস আজ, বিএনপির কর্মসূচি

বিপ্লব ও সংহতি দিবস আজ, বিএনপির কর্মসূচি

ভোলা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির ফুলের শুভেচ্ছা ও ভালবাসায় শিক্ত হলেন গোলাম নবী আলমগীর

ভোলা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির ফুলের শুভেচ্ছা ও ভালবাসায় শিক্ত হলেন গোলাম নবী আলমগীর

আরও...