অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক ১৪৩১


ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের ৩ দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৪ রাত ০৮:২২

remove_red_eye

৯৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ছাগল এবং হাঁস-মুরগী পালন বিষয়ক তিন দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) প্রশিক্ষনের আয়োজন  করে।
প্রশিক্ষনের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মস‚চি) অ্যাডভোকেট বিথী ইসলাম। এছাড়াও সংস্থার বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ছাগল ও হাঁস-মুরগী পালনের দক্ষতা বৃদ্ধি, আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে বলে আশা করছেন এবং এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের ম‚লধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে বলে আশা আয়োজকদের। প্রশিক্ষনে ভোলার জেলার ও চরমোন্তাজের ২৫জন প্রতিবন্ধি অংশ নেয়।





আরও...