অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই নভেম্বর ২০২৪ | ২৭শে কার্তিক ১৪৩১


ভোলায় খাদ্য ভিত্তিক পুস্টি বিষয়ক মেলা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তিনদিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি ফলিত পুষ্টি বিষয়ক মেলা ও ক্যাম্পেইন শেষ হয়েছে। কৃষি উন্নয়ন এর মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করন প্রকল্প (বারটানঅংগ) এর অর্থায়নে বাংলাদেশ ফলিত পুস্টি গবেষনা ও প্রশিক্ষন ইনিস্টিটিউট (বারটান) আঞ্চলিক কেন্দ্র বরিশাল প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ভোলা এ রব স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। বারটান আঞ্চলিক কেন্দ্র বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্ত ড,মোঃ আবদুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন। আরো বক্তব্য রাখেন বারটানের গবেষনা সহকারি মোঃ মশিউর রহমান ও বারটানের মাঠ কর্মকর্তা সনাতন বিশ^াস । মেলা ও ক্যাম্পেইনে তিন ধাপে ১৮০জন অংশ গ্রহনকারীকে দুটি করে গাছের চারা ও একটি করে পুস্টি প্লেট বিতরন করা হয়।