অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে বাল্যবিয়ে করায় বর কারাদন্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৯ রাত ১০:৫৬

remove_red_eye

৫২৮

 

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বাল্যবিয়ে করার দায়ে মো. নয়ন হোসাইন নামের এক বরকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। শুক্রবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে পুলিশ নয়ন হোসাইনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করলে তাকে এ কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত নয়ন হোসাইন উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের মজিবুল হকের ছেলে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, গজারিয়া এলাকার মিজান ডাক্তারের অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে বিয়ে শেষে বাড়ি যাচ্ছিল নয়ন হোসাইন ও তার আত্মীয়রা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও কনের পরিবারের সবাই পালিয়ে যেতে স্বক্ষম হলেও আটক হয় বর নয়ন হোসাইন।