অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


ভোলার আলীনগরে জমি বিরোধে আমন ধানের চারা তুলে ফেলেছে দুর্বৃত্তরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১৫

remove_red_eye

৪১

মোঃ মহিউদ্দিন : জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোপনকৃত আমন ধানের চারা ক্ষেত থেকে তুলে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এতেই ক্ষান্ত হয়নি ধানের চারা গুলোকে কেটে কুচি কুচি করে ফেলেছে। এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে ভোলা সদরের আলিনগর ইউনিয়নে মৌটুসী গ্রামে।  খবর পেয়ে সরেজমিন ঘুরে দুর্বৃত্তদের এমন নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনার চিত্র বিশ শতাংশ জমিতে দেখা যায়। জানা গেছে মৌটুসী গ্রামের হাওলাদার বাড়ির ইব্রাহিম জমিটির ক্রয় সূত্রে মালিক। জমির মালিক মোঃ ইব্রাহিম সরকারি পাওয়ার প্লান্টে চাকরি করেন , তিনি স্থানীয় কামলা দিয়ে তার ক্রয়িকৃত জমিতে আমন ধানের চারা লাগান। তিনি একই এলাকার বিশ্বাস বাড়ির ওয়ারিশদের কাছ থেকে জমি ক্রয় করেন, একই বাড়ির অন্য  কয়েক জন ওয়ারিশ অবৈধভাবে মালিকানা দাবি করেন বলে অভিযোগ রয়েছে ।

ঘটনার দিন ভোর ৬টার সময় এরা সকলে দলেবলে এসে ইব্রাহিমের দখলকৃত জমির আমন ধান তুলে কেটে কুচি কুচি করে ফেলেছে। এই নিয়ে মোঃ ইব্রাহিম জানান- ‘আমি শেষ হয়ে গেছি। আমার পুঁজি শেষ করে ফেলেছে! ধারদেনা করে জমিতে ধান রোপণ করেছি, এখন আমি কি করব!’ স্থানীয় স্থানীয় লোক আব্দুর রাজ্জাক বলেন -‘এরকম ন্যক্কারজনক ঘটনা জীবনেও দেখিনি।
ছি:ছি :ছি: যারা এ ধরনের কান্ড ঘটিয়েছে তারা কি ভাত মাছ খায় না? এই ধরনের অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই চাই।
ঘটনার সময় আমার বাবা মোহাম্মদ ইব্রাহিম সরকারি দায়িত্বরত অবস্থায় বোরহানউদ্দিন ছিলেন। সন্ত্রাসীদের কয়েক জনের নাম উল্লেখ করে ভোলা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীগণ ঐ । ইব্রাহিমের ছেলে মোঃ সালমান উক্ত মামলার বাদী হয়েছেন। এই নিয়ে ভোলা থানার তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম  এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-উক্ত ঘটনা সত্য আমরা সরেজমিনে যেয়ে তদন্ত করে আসছি‘ শীঘ্রই আরো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’