অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


ভোলায় বিদ্যুৎ বিভাগের পিচরেট কর্মচারীদের কর্মবিরতি শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৮৬

              শূণ্য কোঠায় চাকরি স্থায়ী করার দাবিতে
 বাংলার কণ্ঠ প্রতিবেদক : বয়স শিথিল করে শূণ্য কোঠায় চাকরি স্থায়ী করে বৈষম্য দূর করার দাবিতে ভোলায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারী শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে।
সোমবার বেলা ১১টার দিকে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় ওজোপাডিকো কার্যালয় চত্বরে তারা এ কর্মসূচি পালন করে। এসময় তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । এ সময় বক্তারা ওজোপাডিকোর অধিনে বিক্রয় ও বিতরণ বিভাগে ভোলাসহ ২১ জেলার পিচরেট কর্মরত প্রায় ৫ শতাধিক কর্মচারীরর বয়স শিথিল করে শূন্য কোঠায় কর্মচারীর চাকুরী স্থায়ী  ও তাদের মজুরি পুনর্নির্ধারণ করে বেতন বৃদ্ধি করার দাবী জানান । পরে তারা নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে পিচরেট কল্যাণ সমিতির সভাপতি হারুন জমাদ্দার, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।