বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩৬
৩৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ভোলার ৪৬টি পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পÍগ থেকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ভোলা জেলা পরিষদ চত্বরে আয়োজিত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় এ অনুদান বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। এ সময় ভোলার ৪৬জন শহীদদের পরিবারের মধ্যে ২৫টি পরিবারকে ২লাখ টাকা করে ও ২১ টি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। এর আগে ২১ টি পরিবারকে আরো ১ লাখ টাকা করে প্রদান করা হয়।
এ সময় অšত্মরবর্তী কালিন সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার রচিত হয়েছে সেই সরকারকে বলবো, বাংলাদেশের জনগন ১৫-১৭বছর পর্যšত্ম বঞ্চিত আছে। এই বঞ্চনা থেকে মুক্ত করার জন্য আপনারা যে সংস্কার করার প্রক্রিয়া নিয়েছেন তা দ্র¤œত সময়ের মধ্যে সম্পন্ন করে বাংলাদেশের জনগনের কাঙ্খিত সরকার ব্যবস্থা বা¯ত্মবায়ন করবেন এটিই আমাদের প্রত্যাশা। আপনাদের সাথে জাতি সব সময় আছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে সরকারি সহায়তার কথা উলে¯œখ করে মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, সরকার আন্দোলনে শহীদ পরিবারের জন্য পাঁচ লাখ ও আহতদের এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আহতদের যে এক লাখ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এক লাখ টাকা দিয়ে চিকিৎসা হয় না। তাদের চিকিৎসার জন্য যা দরকার সেই ব্যাপারে কার্যকরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। যেনো একজন ছাত্র পঙ্গু হলেও কর্মÍগম হতে পারেন সেই ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশ জামায়ারে ইসলামী সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে। আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, লাখো নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এমনকি নির্যাতন করে অনেককে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরকম নির্যাতনের শিকার জামায়াতে ইসলামী তারপরও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। এখনো জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে নাই। জনগনের জন্য একটি কল্যানকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেই লÍেগ কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলার নায়েবে আমির অধ্যÍগ মাওলানা মো. নজর¤œল ইসলাম, সেক্রেটারি মো. হার¤œনুর রশিদ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক জিয়াউল মোর্শেদ, শুরা ও কর্ম পরিষদ সদস্য মো. আমির হোসেন, মাওলানা মো. জাকির হোসেন, ভোলা সদর উপজেলার আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, ভোলা পৌরসভার সেক্রেটারি মো. র¤œহুল আমিন, শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান কামাল, সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বারী, দৌলতখান উপজেলার আমির হাসান তারেক হাওলাদার প্রমূখ।
বোরহানউদ্দিনে উন্নয়ন সংস্থা সানে’র উদ্যোগে বকনা বাছুর বিতরণ
চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে জনতার ঢল
দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী
বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি : রাষ্ট্রদূত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ
দৌলতখানে ভিজিএফের চাল বিতরণ
তজুমদ্দিনে বিএনপির সংবাদ সম্মেলন
আজ কবি রিপন শান এর মা বেগম রওশান আরা পাঞ্চায়েত এর তৃতীয় মৃত্যুবার্ষিকী
আমাদের মুখ থেকে যেদিন শুনবেন, তখনই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হলেন সিরাজ উদ্দিন মিয়া
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত