অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে জমির বিরোধে নিয়ে নারীকে পিটিয়ে জখম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৯ রাত ১১:০৫

remove_red_eye

৫৬৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে এক সন্তানের জননীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের উত্তর পাশে ৮নং ওয়ার্ডের দুলামিয়া ফরাজী বাড়ীতে ১৬ অক্টোন্বর বুধবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে ।
জানা যায়, পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের উত্তর পাশে ৮নং ওয়ার্ডের দুলামিয়া ফরাজী বাড়ীর মৃত আঃ রব মিয়ার সাথে একই বাড়ীর মৃত সেকান্তর মিয়ার ছেলে আঃ রবের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ফরাজী বাড়ীর আঃ রব মিয়া প্রায় ২২ বছর আগে মারা যান, তার পর হইতে তার এ এতিম পরিবারের থাকা ৫ মেয়ে ও ১ ছেলের উপর চালানো হচ্ছে জুলুম অত্যাচার আর নির্যাতন । প্রতিপক্ষ গ্রুপে পেশি শক্তির কাছে অসহায় হয়ে পড়ে এতিম পরিবার । বুধবার বার দুপুরে প্রতিপক্ষ গ্রুপের ইদ্রিছ , আ ঃরব , আঃ সহিদ , মফিজুল সফিউল্যাহ ও আঃ কাদের সহ ১০/ ১২ জনের সংঘবদ্ধ দল মৃত আঃ রব মিয়ার ঘরের পিছনে জোড় পুর্বক সুপারি পাড়তে এলে আঃ রব মিয়ার মেয়ে ৪র্থ মেয়ে ইমা বাধা প্রদান করলে তার উপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন । তাকে এলোপাতারি ভাবে লাঠি সোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম এ সময় তার গলার স্বর্নের চেইন ও কানের ঝুমকা ছিনিয়ে নিয়ে যায় ও পরনের কাপড় চোপড় টানা হেছরা করে ছিড়ে ফেলে। তার ডাক চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে তাকে লালমোহন হাসপাতালে ভর্তি করে । আহত ইমা জানান, আমরা এতিম ও আসহায় বিধায় তারা আমাদেও উপর এ অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে । আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি । যে কোনো সময় ওরা আমাদের হত্যাসহ বড় ধরনের ক্ষতি করিতে পারে ।