বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০১৯ রাত ১১:৫২
৬০৬
মো: জসিম জনি, লালমোহন থেকে : ভোলার লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ নিধন। ইলিশ রক্ষায় নদীগুলোতে রাত-দিন ইউএনও, পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের জোরালো অভিযান থাকলেও সবার চোখ ফাঁকি দিয়ে চলছে জাল নৌকা নিয়ে নদীতে মা ইলিশ শিকারের খেলা। শনিবার লালমোহনের তেঁতুলিয়া নদীর নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে পুলিশ। এসময় নদীতে মাছ ধরা অবস্থায় ৪ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি মাছ ধরা ট্রলার ও প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতদের ১ বছর করে সাজা দেওয়া হয়েছে। এর আগের দিন ইউএনও হাবিবুল হাসান রুমির নেতৃত্বে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ও ৫মন মা ইলিশ জব্দ করা হয়। এ পর্যন্ত লালমোহনে ১৯ জেলে মাছ ধরা অবস্থায় আটক হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র।
বেশি মুনাফার আশায় এক শ্রেণির অসাধু জেলে নদীতে মাছ শিকার করছেন। কোন অভিযানেই থামানো যাচ্ছে না মা ইলিশ ধরা ও বেচা কেনা। মাছ কিনতে নদী পাড়ে ব্যাগ ও বস্তা নিয়ে ক্রেতাদের আনাগোনা চলছে। নদী পাড় থেকেই মাছ কিনে বস্তা বোঝাই করে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। অভিযান একপাশে চললে অন্যপাশে চলে জেলেদের মাছ ধরা ও বেচা কেনা। মেঘনা নদীর ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন এবং তেঁতুলিয়া নদীর বদরপুর, ফরাজগঞ্জ ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের সবকয়টি মৎস্য ঘাটে মাছ ধরা চলছে। এক কেজি সাইজের ইলিশের হালি (৪টি) ১২ শত থেকে ১৫ শত টাকা করে বিক্রয় হচ্ছে। ক্রেতারা গোপনে মাছ কিনে ফ্রিজ ভরছেন।
সূত্র জানায়, সরকারি হিসেবে নিবন্ধনের আওতায় ভোলার লালমোহন উপজেলায় ১৪ হাজার ৭২৩ জন জেলে রয়েছে। প্রতিদিন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এসব জেলে। কিন্তু ইলিশ প্রজনন মৌসুম ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় বেকার হয়ে পড়েছে ওইসব জেলেরা। এতে অভাব অনটন আর অনিশ্চয়তার মধ্যে পড়ছে জেলেরা। অভাবের তাড়নায় অনেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছেন। জেলেরা বলছেন, পেটের দায়ে ইলিশ শিকার করছেন তারা, নিষেধাজ্ঞার সময়ে সরকারি বরাদ্দের চাল সবার ভাগ্যে জোটেনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র জানান, নিবন্ধিত জেলেদের মধ্য থেকে ১১ হাজার ৫১৮ জন জেলের জন্য ২০ কেজি করে চাল বরাদ্ব হয়েছে। দুইটি নদীর মা ইলিশ রক্ষায় দিন-রাত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের অভিযান নিয়মিত পরিচালনা করছে। নিষেধাজ্ঞার আগে ও পরেতামূলক সভা করা হয়েছে। দু’একটি জেলে মাছ ধরতে পারে তবে আমরা অভিযান জোরালো করেছি।
বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা
ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণারা, চলছে বিজয় প্যারেড
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার আরো এক মামলা হাইকোর্টে বাতিল
নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি বিএনপির
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত