অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাশন প্রেসক্লাবের নতুন কমিটি নিয়াজ মাহমুদ সভাপতি কামাল গোলদার সম্পাদক


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৪ রাত ১০:৫৫

remove_red_eye

৩০৩

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।  শুক্রবার ( ৯ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সংবাদকর্মিদের নিয়ে জরুরী বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে জুলফিকার মাহমুদ নিয়াজ (আজকের রুপান্তর)কে সভাপতি ও  কামাল গোলদার (দৈনিক ইনকিলাব) কে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট চরফ্যাশন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজী (ভোরের দর্পণ), সহ সভাপতি  সজিব শাহরিয়ার (স্বদেশ প্রতিদিন) আমির হোসেন(যুগান্তর)যুগ্ম সাধারণ সম্পাদক  জামাল মোল্লা (সংবাদ)  নোমান সিকদার(সমকাল), সাংগঠনিক সম্পাদক  মাঈন উদ্দিন জমাদার (কালবেলা), দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভূইয়া(আমার সংবাদ), সাংস্কৃতিক ও সাহিত্য  সম্পাদক অশোক সাহা (খবর পত্র), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম মুকুল (সময়ের কণ্ঠস্বর), কোষাধ্যক্ষ রিয়াজ মোর্শেদ (আমাদের বরিশাল)।নির্বাহী সদস্য এম. আবু সিদ্দিক (বাংলাদেশ প্রতিদিন), মো: কামরুজ্জামান   ( নয়াদিগন্ত),  মো: নজরুল  ইসলাম  (বরিশালের কথা), মো:রেদোয়ানুল হক (প্রতিদিনের বাংলাদেশ)।
অপরদিকে নাছিউর রহমান শিপু (যুগান্তর ও ডেইলি অবজারভার) কে সভাপতি ও শহিদুল ইসলাম দুলাল ( বরিশালের কথা) কে সাধারন সম্পাদক করে চরফ্যাশন প্রেস ক্লাবের পৃথক আরো একটি কমিটি গঠন করা হয়েছে ।

 





আরও...