অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৫৬

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় আজ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বোরহান উদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক বলেন, মাদকের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। সচেতনতা বৃদ্ধি করতে হবে বাল্য বিয়ে বন্ধে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে। এছাড়া আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
সভায় আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।