অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বর্ষা মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের সংকট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৪ রাত ১০:২২

remove_red_eye

১৬৭

             জেলেরা চরম  বিপাকে

হাসিব রহমান : ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্খিত ইলিশ । এতে করে চরম হতাশা নিয়ে নদী থেকে ফিরছে জেলেরা। যার ফলে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে দিন কাটাচ্ছে তারা।  তার উপর ঋণের কিস্তির পরিশোধের চাপে দিশেহারা  জেলেরা।   তবে মৎস্য বিভাগ বলছে, নদীতে পানির পরিমান আরও একটু বৃদ্ধি পেলে দেখা মিলবে কাঙ্খিত ইলিশের।
স্থানীয়রা জানান,দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী সুস্বাধু ইলিশ মাছের খ্যাতি অনেক পুরনো। দেশের প্রায় ৩০ ভাগ ইলিশ আহরণ হয় ভোলা থেকে। কিন্তু এ বছর আষাঢ় শেষ হতে চললেও  নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা নেই। প্রতিদিন মেঘনা তেঁতুলিয়ার বুকে হাজার হাজার জেলে জাল ফেলে কাঙ্খীত ইলিশ ছাড়াই ফিরতে হচ্ছে তীরে। গুটি কয়েক যে মাছ ধরা পড়ছে তা দিয়ে ট্রলারে ইঞ্জিনের জ্বালানী তেলের দামসহ অন্যন্য খরচও ঠিক মতো ওঠে না।  তাই জেলেদের চোখে মুখে এখন দুশ্চিন্তা আর হতাশা । নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে জেলেরা চরম বিপাকে রয়েছে। কি ভাবে তারা ঋণের টাকা শোধ করবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে ভোলার  ২ লাখেরও বেশি জেলে । জেলেরা জানান, ধার দেনা করে ইলিশ মাছ পাওয়ার আশায় তারা নদীতে গেলেও তাদের খরচের টাকা উঠছে না। এ অবস্থায় তাদের এনজিও ও মহাজনের ঋণের বোঝা বাড়ছে। এ পেশা ছেড়ে দেয়ার কথাও বলেন কেউ কেউ।
সরেজমিনে,ভোলার মেঘনা নদীর ইলিশা ,তুলাতুলি মাছ ঘাটে গিয়ে দেখা যায়, আড়ৎদারদের মাছের বাক্সগুলো  খাঁ খাঁ করছে। দু’এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাকডাক। জেলার প্রায় অর্ধশতাধিক ছোট বড় ঘাটের এখন এমন প্রায় একই অবস্থা। জেলেদের পাশপাশি আড়ৎদাররাও রয়েছে বিপাকে। মৎস্য আড়ৎদাররা জানান, জেলেসহ তারাও বিপাকে দিন কাটাচ্ছেন। নদীতে ইলিশের সংকট থাকায় তারাও দেনায় জড়িয়ে পড়ছেন।
এদিকে মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়ে ছিলো ১ লক্ষ ৮২ হাজার ৫০০ মেট্রিক টনের ও অধিক। আর এ বছর ইলিশ আহরনের লক্ষমাত্রা ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন নির্ধারন করা হয়েছে । সরকারি হিসাবে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ১ লাখ ৬৫ হাজারের ও অধিক । এদিকে গুটি কয়েক ইলিশা পাওয়া গেলেও দাম মধ্যবৃত্তের নাগালের বাইরে। এক হালি এক কেজি ওজনের ইলিশের হালি বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ হাজার টাকা দরে।
 ভোলার জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সাংবাদিকদের জানান, ইলিশের মৌসুম শুরু হয়েছে। বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এখনো কাঙ্খিত যে ¯্রােত ধারা মিষ্টি পানি এখনো আসছে না। মেঘনা নদীতে অনেক ডুবোচর থাকার কারনে ইলিশ নদীতে কম পাওয়া যাচ্ছে। তার পরও গত কয়েক দিন আমাবষ্যও জোতে ইলিশ ভালো ধরা মাছ পড়ছে। আশা করা হচ্ছে নদীতে পানির পরিমান আরও একটু বাড়লে কাঙ্খিত ইলিশের দেখা মিলবে ।





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...