বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬
৭৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় র্যালী , আলোচনা সভা সহনানা আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার সকালে ভোলা জেলা আওয়ামীলীগ নানা কর্মসূচির আয়োজন করে। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভোলা জেলা শাখা দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে ভোলা জেলা আওয়ামীলীগের কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু। আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহমুদ,ভোলা সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,ভোলা সদর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ,ভোলা সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মো : আজিজুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
লালমোহন প্রতিনিধি \ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এরপর তার নেতৃত্বে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি শাওনসহ দলীয় নেতাকর্মীরা।
এরপর লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের কাছে একটি আদর্শ ও অনুভূতির নাম। দেশে অসাম্প্রদায়িক, মানবিক ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিচ্ছে।
এ সময় লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল হক তুহিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহŸায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বোরহানউদ্দিন প্রতিনিধি \ ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জয়ন্তীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য র্যালি শ্লোগানে শ্লোগানে পৌর শহর মিছিলের নগরীতে পরিনত হয়েছে।
রোববার বিকালে উপজেলা চেয়ারম্যান জাফর ঊল্লাহ চৌধুরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের বাসার সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের
গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়। র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন, ভোলা-২ আসনের
সংসদ সদস্য আলী আজম মুকুল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে ওই সময় আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলী হিরা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ প্রমুখ। ওই সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
বিএনপি এদেশে মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম
দৌলতখানে আরাফাত রহমান কোকো স্মৃৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
‘রিসেট বাটন’ চাপ দেয়ার অর্থ পরিষ্কার করল প্রধান উপদেষ্টার প্রেস উইং
জেহাদের আত্মত্যাগের প্রেরণায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে : তারেক রহমান
ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে: বাণিজ্য মন্ত্রণালয়
শুনানি ছাড়া প্রবাসীদের এনআইডি আবেদন বাতিল নয়
অনিশ্চয়তায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: বিশ্বব্যাংক
নাগরিকের ৩৬৫ দিন নিরাপত্তার দায়িত্ব আমাদের: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে: সালাহউদ্দিন
সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত