বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ রাত ১১:৫৯
১০২৪
বাংলার কন্ঠ প্রতিবেদক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা পথে যদি আমরা পরিচালিত হই, তবে আশা করি এই দূর্যোগ মোকাবেলা করতে কোন সমস্যা হবেনা। আমরা আশা করি ওই অন্ধকার ঘুচে যাবে। প্রধানমন্ত্রী কণ্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই আধারের পরে আলো আমাদের জীবনে আসবে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ভোলা সদর উপজেলা পরিষদের হল রুমে ১০ হাজার কর্মহীন মানুষের মাঝে তৃতীয় দফায় তোফায়েল আহমদের নিজ উদ্যেগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এর আগে আরো ভোলা সদরে দুই দফায় তোফায়েল আহমদের পক্ষ থেকে ২৫ হাজার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু’র নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ মোকাবেলা করা হচ্ছে। ১৯৭১ সালে যেমনি রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। এখনও প্রত্যেক নেতা-কর্মীকে মানুষের জন্য কাজ করতে হবে। কর্মহীন মানুষের ঘরে ঘরে সঠিকভাবে ত্রান পৌঁছে দিতে হবে।
এ সময় সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, এক স্থানে সবাই জড়ো হবেন না। নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে ত্রান কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি ।
তোফায়েল আহমেদ আরো বলেন, সারাদেশের জনপ্রতিনিধিরাও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এছাড়া সরকারিভাবেও ত্রাণ বিতরণ অব্যাহত আছে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, সমাজে এমন অনেক পরিবার রয়েছে যারা মুখ ফুটে ত্রাণ চাইতে পারেননা। সেই মানুষদের খুঁজে খুঁজে ত্রাণ দিতে হবে। খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন,ভোলা জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ মিয়া প্রমূখ।
পরে সদর উপজেলার ১৩ ইউনিয়ন’র আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক নিজ নিজ এলাকার জন্য পরিবার প্রতি ৮ প্রকার খাদ্য সামগ্রী ২১ কেজি ওজনের প্যাকেট সমুহ গ্রহণ করে এলাকায় বয়ে নিয়ে যান এবং কর্মহীনদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া শুরু করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫কেজি আলু, এক কেজি মশুরডাল, ২কেজি ছোলা, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ১কেজি, চিনি ১ কেজি ও ১কেজি পেয়াজ।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক