অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে ঘুর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মে ২০২৪ দুপুর ০২:২৩

remove_red_eye

১২৮

 
ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নদ-নদীর জোয়ারে পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক স্থানে গাছপালা উপড়ে পড়েছে, শত শত পুকুর ও মাছের ঘের ডুবে গেছে। প্রবল বেগে বাতাস ও বর্ষণ এখনো অব্যাহত আছে।
 
এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পুরো চরফ্যাশন এখনো বিদ্যুৎ বিহীন। এ উপজেলার জনগণ কখন বিদ্যুৎতের দেখা পাবে তা এখনো নিশ্চিত না। বেশির ভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে অনেক তথ্য এখনো অজানা রয়েছে। গ্রামীণ জনপদের চলাচল রাস্তায় গাছপড়ে থাকায় বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  
 
সোমবার (২৭ মে) উপজেলা সদরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে চরফ্যাশন উপজেলার ২১ টি ইউনিয়নের বেশকিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষজনকে আশ্রয় কে‌ন্দ্রে সরিয়ে আনা হয়েছে। বর্তমানে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান কর‌ছে।
 
খোঁজ নিয়ে জানা যায়, রিমালের তান্ডবে নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার-চরমানিকা, ঢালচর, চরকুকরি, মুজিব নগর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানির ৩-৪ ফুট নিচে ছিল মানুষের বসতঘর। এতে এখানকার প্রায় ২০ হাজার পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে ঘরের থালাবাসনসহ অন্য জিনিসপত্র। অনেকে ঘরের চুলায় আগুন জ্বালাতে পারেনি, এবং খাওয়া দাওয়া করতে পারেনি। 
 
উপজেলার ঢাল-চরের স্থানীয় বাসিন্দা মো. নুরে আলম বলেন, জোয়ারের পানির চাপ দেখে গত রবিবার সন্ধ্যায় দুর্গত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তবে গরু-ছাগল নিয়ে তারা বিপাকে পড়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় গরু-ছাগল মুজিব কিল্লায় রাখা হয়েছে। তবে গত রাতের প্রবল জলোচ্ছ্বাসে অনেক বসতঘর হেলে পড়েছে।
 
বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, শনিবার সন্ধ্যা থেকে গুরু গুরু বৃষ্টি শুরু হলে রাতে আবহাওয়া খারাপ হয়। রবিবার সকাল থেকে ঘুর্ণিঝড় রেমালের তান্ডব শুরু হয়ে ঝড়ো হাওয়াটি ওঠে। ঢালচরের পুরো ইউনিয়নটি পানিতে প্লাবিত হয়। এটা অনেকটা টর্নেডোর মতো ছিল। এতে ঢালচর ইউনিয়নের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়, গাছপালা উপড়ে যায়। গত দুইদিন পর্যন্ত এখানকার মানুষের ঘরে চুলায় আগুন জ্বালেনি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ চলছে।
 
ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবকে ১৯৯১ সালের ভয়ংকর ঘূর্ণিঝড়ের চেয়ে শক্তিশালী দাবি বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকররি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নের বহু ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। টিনের ঘরের চাল উড়িয়ে নিয়ে গাছের ওপর ফেলেছে। বেশকিছু কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের তালিকা করা হবে।
 
পল্লী বিদ্যুতের এজিএম মিজানুর রহমান বলেন, ঝড়ে বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। ফলে এসব ঠিক না করে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা সচল করা যাচ্ছে না।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে চরফ্যাশনের ২১ টি ইউনিয়নে বেশকিছু এলাকায় মাছের ঘের, পুকুরের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা এ মুহূর্তে সম্ভব হচ্ছে।
 
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক বলেন, বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। এছাড়া পাছাপালা উপড়ে পড়েছে। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতি নিরূপণে আমরা কাজ করছি।