অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে জুলাই ২০২৪ | ১১ই শ্রাবণ ১৪৩১


ভোলা সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় গড়ে তোলার চেষ্টা করব : মোহাম্মদ ইউনুছ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মে ২০২৪ বিকাল ০৩:৫৫

remove_red_eye

৬৭

     ভোলায় উপজেলা নির্বাচনের ফলাফল  আনুষ্ঠানিক ঘোষণা
 



বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মঙ্গলবার  অনুষ্ঠিত ৩ টি উপজেলা নির্বাচনের ফলাফল   বুধবার দুপুরে আনুষ্ঠানিক ঘোষনা করেন রিটার্নিং অফিসার  মোহাম্মদ জাহিদ হোসেন।  এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইউনুছ,  ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ  ও মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আখতার চৌধুরী সহ তিন উপজেলার বিজয়ীদের হাতে। ফলাফল সিট তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।
এবারের নির্বাচনকে জনতার বিজয় উল্লেখ করে  সবার জন্য কাজ করার অঙ্গীকার ঘোষনা করেন বিজয়ী চেয়ারম্যান মোঃ ইউনুছ। তিনি সাংবাদিকদের বলেন,  ভোলার মানুষ যারা আমাকে সমর্থন দিয়েছে তাদের কাছে ঋণী। তারা যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছে সেহেতু আমি , ভোলায় পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ রয়েছে তা দিয়ে ভোলা কে শিল্প অঞ্চলে রূপান্তরিত করে এখানে শিল্প অঞ্চলে রূপান্তরিত করতে চাই।এর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে কাজ করতে চাই এবং  ভোলা বরিশাল ব্রীজ, আমাদের যে স্বপ্ন তা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। তিনি আরো বলেন,ভোলা সদর উপজেলাকে শতভাগ   আধুনিক বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমি নিজে দুর্নীতি মুক্ত থাকবো। ভোলার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করতে চাই।

ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ  বলেন  সেবার মন নিয়ে কাজ করব। স্মার্ট ভোলা গড়ে তুলতেও কাজ করবেন।
মহিলা ভাইস চেয়ারম্যান
সালেহা আখতার চৌধুরী  তার স্বামী আবি আব্দুল্লাহ  টুনু চৌধুরী ৪ বার  ইউপি চেয়ারম্যান ছিলেন। তাই মানুষের সেবা করাই হচ্ছে তার পরিবারের একমাত্র ব্রত।
বলেন  নারীদের জন্য  বিশেষনকাজ করবেন। পরে  পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন ও সাবেক কাউন্সিলর ইব্রাহীম খোকনের নেতৃত্বে
সাবেক ও বর্তমান পৌর কাউন্সিলররা নির্বাচিতদের ফুল ধিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান বিভিন্ন পেশার প্রতিনিধিরা। ভোলা জেলা সদরের মত দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত  হয়।
ভোলার  ৩  উপজেলা পরিষদের নির্বাচনে  চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন,    ভোলা সদরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুছ  (মটর সাইকেল),  আলী নেওয়াজ পলাশ ( ভাইস চেয়ারম্যান),  ছালেহা আখতার চৌধুরী ( মহিলা ভাইস চেয়ারম্যান)।
 দৌলতখান উপজেলায়  আওয়ামী লীগের সহসভাপতি  মনজুরুল আলম খান ( চেয়ারম্যান পদে দ্বিতীয়বার ), আনোয়ারুল ইসলাম ( ভাইস চেয়ারম্যান)৷ কহিনুর ওবায়েদ উল্লাহ ( মহিলা ভাইস চেয়ারম্যান)। অপরদিকে  বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  মোঃ জাফর উল্লাহ  ( আনারস ), মোঃ আলী হিরা ( ভাইস চেয়ারম্যান),  আকতারুন নেছা ( মহিলা ভাইস চেয়ারম্যান)  নির্বাচিত হন।
ভোলা সদর উপজেলা ভোট ১১৪ কেন্দ্রে মোহাম্মদ   ইউনুছ  প্রতীক মটর সাইকেল প্রতীকে    ভোট পান  ৭১ হাজার ১১৫ ভোট পান ।  নিকটতম  মো: মোশাররফ হোসেন,  আনারস প্রতীকে  পান  ৩৯ হাজার ৯৮৬ ভোট।

বোরহানউদ্দিন উপজেলা চুড়ান্ত ফলাফলে ৮২ কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ   আনারস  প্রতীকে পান ২৯ হাজার ৭১৬ ভোট। নিকটতম গেল চেয়ারম্যান আবুল কালাম,  দোয়াত কলম  প্রতীকে পান ১৯ হাজার ১৭ ভোট। একইভাবে দৌলতখান উপজেলার নির্বাচনে ৫৬  কেন্দ্রে উপজেলা আওয়ামী সহসভাপতি মনজুর আলম খান  (কাপপিরিচ)  পান  ১৪ হাজার ১৭২। তার নিকটতম  ইয়াছিন  লিটন ( মটর সাইকেল) পেয়েছেন  ১২ হাজার ,৩২১।





ভোলায় বন্যা: বিশুদ্ধ পানির সংকট, চুলা জ্বলছে না অনেকের ঘরে

ভোলায় বন্যা: বিশুদ্ধ পানির সংকট, চুলা জ্বলছে না অনেকের ঘরে

ভোলায় ফের বাড়ল সবজিসহ নিত্যপণ্যের দাম, ক্রেতারা হতাশ

ভোলায় ফের বাড়ল সবজিসহ নিত্যপণ্যের দাম, ক্রেতারা হতাশ

লালমোহনে দাফনের নয়দিন পর পরিবারের দাবী প্রতিবেশির মারপিটে বৃদ্ধের মৃত্যু হয়েছে

লালমোহনে দাফনের নয়দিন পর পরিবারের দাবী প্রতিবেশির মারপিটে বৃদ্ধের মৃত্যু হয়েছে

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি-জামায়াতের: ওবায়দুল কাদের

সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি-জামায়াতের: ওবায়দুল কাদের

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আগামীকাল

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

পুলিশ হত্যায় জড়িত থাকায় ছাত্রদল নেতাসহ ৬ জন গ্রেফতার : ডিবি প্রধান

পুলিশ হত্যায় জড়িত থাকায় ছাত্রদল নেতাসহ ৬ জন গ্রেফতার : ডিবি প্রধান

আরও...