অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৭ই মে ২০২৪ | ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুসের মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মে ২০২৪ রাত ১০:২৯

remove_red_eye

১১০


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক  মোহাম্মদ ইউনুছ  প্রতীক বরাদ্দের পর ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসীদের নিয়ে  এক মত বিনিময় সভা করেছেন।  বৃহস্পতিবার বিকালে ভোলা শহরের কালিবাড়ী রোডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় ওয়ার্ডের  স্থানীয় এলাকাবাসী, আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠানের নেতা-কর্মীরা অংশ নেয় । একপর্যায়ে মতবিনিময় সভা সমাবেশে  পরিণত হয়।
মতবিনিময় সভায় ভোলা পৌরসভার প্যানেল মেয়র ও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন  লিংকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ। সভায় প্রধান আলোচক ছিলেন আরেকজন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ এর বড় ভাই মোঃ ইউসুফ।
এসময় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ সহ উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,ছাত্রলীগ সহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা। এসময়  বিভিন্ন মহল্লার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা  করেন যুবলীগ নেতা রুবায়েত হোসেন সুশান। এ সময় হোন্ডা  প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী  মোহাম্মদ ইউনুছ বলেন, আমি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলার কেউ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না ইনশাল্লাহ। রাস্তাঘাট তৈরিসহ সদর উপজেলার যে সব স্থানে এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি সেসব স্থানে সকলকে  সাথে নিয়ে উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, ভোট একটি আমানত আপনারা যাকে ভালো মনে করবেন এবং যাকে দিয়ে ভোলা  সদরের উন্নয়ন হবে তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এসময় তিনি আরে বলেন,আমি গত ১০বছর ধরে ভোলা সদর উপজেলার  ভাইস চেয়ারম্যান হিসেবে দাযি়ত্ব পালন করেছি। এখন  উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও উপজেলা চেয়ারম্যান হিসাবে পাশে থাকতে চাই।
উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব। সে লক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছি। ইউনুস- পলাশ প্যানেলকে  হোন্ডা-উড়জাহাজ মার্কায় আগামী  ২১ মে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ বলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সব যোগ্যতা ও দক্ষতা দিয়ে এ উপজেলার অবহেলিত জনসাধারণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করবো।  সৎ আদর্শ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবেন। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই। সভায় আরেকজন চেয়ারম্যান প্রার্থী মো: ইউসুফ মিয়া তার ছোট ভাইকে সমর্থন জানিয়ে হোন্ডা প্রতীকে ভোট চান।





শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

ভোলায় পল্লী চিকিৎসক ডাক্তার চিত্তরঞ্জন কর্মকার (মনা) আর আমাদের মাঝে নেই

ভোলায় পল্লী চিকিৎসক ডাক্তার চিত্তরঞ্জন কর্মকার (মনা) আর আমাদের মাঝে নেই

ভোলায় ছাত্রছাত্রীদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ

ভোলায় ছাত্রছাত্রীদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ

ভোলার পূর্ব ইলিশায় আনারস  প্রতীকের চেয়ারম্যান প্রার্থী  মোশারেফ হোসেনের লিফলেট  বিতরণ গনসংযোগ

ভোলার পূর্ব ইলিশায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের লিফলেট বিতরণ গনসংযোগ

ভোলার বাপ্তা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনুস ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পলাশের পথসভা

ভোলার বাপ্তা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনুস ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পলাশের পথসভা

লালমোহনে চেয়ারম্যান প্রার্থী  বিএনপির নেতা আক্তারুজ্জামান  টিটবের প্রচারনায় হামলার অভিযোগ

লালমোহনে চেয়ারম্যান প্রার্থী বিএনপির নেতা আক্তারুজ্জামান টিটবের প্রচারনায় হামলার অভিযোগ

তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী

টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির

ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির

ভোলায় সাংবাদিকদের নিয়ে জলবায়ু  পরিবর্তন বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ

ভোলায় সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ

আরও...