বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০০
২৯৪
গ্রাহকদের অভিযোগ তিন লক্ষ টাকা নিয়ে ১০ বছরেও খাম্বা দেয়নি বিদ্যুৎ বিভাগ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিদ্যুতের খাম্বা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়ে ১০ বছরেও খাম্বা দেয়নি বিদ্যুৎ বিভাগ। উল্টো খাম্বার কথা বলতে গেলে হেনস্তার শিকার হতে হয় গ্রাহকদের। বিদ্যুৎ পেয়েই সন্তুষ্ট থাকতে বলা হচ্ছে। এদিকে গাছে গাছে বিদ্যুতের তার বেঁধে শতশত গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। প্রায় সময়ই ঘটে দুর্ঘটনা। তাই সব সময় আতঙ্কে থাকতে হয় একালাবাসীর। বিধিবহির্ভূত এবং অন্যায়ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সস্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোলা জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরবর্তী গ্রাম বাপ্তা মুছাকান্দি। এই গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ে গাছে গাছে ঝুলছে বিদ্যুতের তার। কোথাও কোথাও চিকন বাশেঁর খুঁটিতে বিদ্যুতের তার বাঁধা। কিন্তু বাঁশের খুটির নিচের অংশ নেই। ভেঙ্গে গেছে। তবে বেশিরভাগ জায়গায়ই গাছের সাথে বেঁধে হাই বোল্টেজের তার দূর দূরান্তে নেওয়া হয়েছে। ওই তার থেকেই সংযোগ দেওয়া হয়েছে গ্রাহকদেরকে।
স্থানীয়রা জানান, এটা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ লাইন। যা বর্তমানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর আওতায়। এই বিদ্যুৎ লাইনের তারগুলো দীর্ঘদিন গাছের সাথে বাঁধা থাকায় অনেক স্থানে তার লিক হয়ে গছে। স্থানীয়রা টেপ পেচিয়ে রেখেছেন। অনেক সময় ঝড় বাদলে তার ছিড়ে যায়। তখন আবার জোড়াতালি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কখন কে বিপদে পড়ে এমন শঙ্কা সবার মনে। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন গাছে গাছে বিভিন্ন ফল পাকে তখন গ্রামের শিশু কিশোররা বেশি ঝুঁকিতে থাকে বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় অধিবাসী আবুল কাশেমসহ অনেকেই জানান, বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় ওই এলাকার বাসিন্দা বেল্লাল হোসেন নামে এক লোক গ্রাহকদের কাছ থেকে তিন লাখ টাকা তুলেছিল খাম্বা দেওয়ার কথা বলে। কিন্তু ১০ বছরেও বিদ্যুতের খাম্বা দেওয়া হয়নি। বেল্লাল হোসেন জানান, তিনি এলাকাবাসীর পক্ষে টাকা তুলে বিদ্যুৎ অফিসের এক লোককে দিয়েছিলেন। তখ বিদ্যুৎ অফিসের লোকেরা গাছে গাছে বেঁধে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল। বলেছে পরে খাম্বা পুতে বিদ্যুতের তার খাম্বায় বেধে দেওয়া হবে। কিন্তু আজও খাম্বা দেওয়া হয়নি। এখন অফিসে ওই সময়ের লোকজন এখন নেই।
বিদ্যুতের নির্ধারিত খাম্বা বা খুঁটি না থাকায় অনেক নিচু দিয়ে গাছের সাথে বেধেঁ তার নেওয়া হয়েছে। কোথাও আবার বাগানের মধ্য দিয়ে মানুষের মাথার সমান উচুতে বিভিন্ন গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে বিদ্যুতের তার। এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। ইয়াছিন নামে এক লোক জানান, তাদের পুকুর পাড়ে মাথা সমান নিচু দিয়ে গাছের সাথে বিদ্যুতের তার। একদিন ওই পথে যাওয়ার সময় তার আম্মা বিদ্যুতায়িত হয়ে পুকুরের মধ্যে ছিটকে পড়েছিলেন। পায়ে জুতা এবং পুকুরে পানি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে তিনি রক্ষা পান।
ভোলার ওজোপাডিকো ( ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ সাংবাদিকদের জানান, তার পূর্ববর্তী কর্মকর্তারা কীভাবে বাগানে বাগানে গাছে গাছে বেঁধে বিদ্যুৎ এর লাইন টেনেছে তা বোধগম্য নয়। তবে এটা অবৈধ এবং অন্যায় বলেও স্বীকার করেন তিনি।
এদিকে অতি দ্রুত যেন ভোলা সদর উপজেলার বাপ্তা মুছাকান্দি গ্রামে বিদ্যুৎ এর খাম্বা পুঁতে গ্রামবাসীকে ঝুঁকিমুক্ত করা হয় - এমনটাই দাবি এলাকাবাসীর।
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক