অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট || বিপাকে রোগীরা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৪ রাত ০৮:৫৬

remove_red_eye

২২৬

বাংলার কন্ঠ ডেস্ক : নিরাপদ পার্কিং ব্যবস্থার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ভোলা প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিক সমিতি। সোমবার (২২ এপ্রিল) সকাল থেকেই হঠাৎ করেই অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় চরমভাবে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিষয়টি নিয়ে অ্যাম্বুলেন্স মালিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ফলে স্থবির হয়ে পড়েছে রোগীদের পরিবহন ব্যবস্থা ও  সেবা কার্যক্রম। বিপাকে পড়েছর মুমূর্ষু রোগীরা।
জানা গেছে, রোগী পরিবহনের অন্যতম মাধ্যম অ্যাম্বুলেন্স। জেলায় সরকারি অ্যাম্বুলেন্সর পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স রয়েছে শতাধিক। তবে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল কেন্দ্রিক সরকারি মাত্র তিনটি ও প্রাইভেট অ্যাম্বুলেন্স রয়েছে ৩০টিরও বেশি। যারা খুব সহজেই রোগীদের পরিবহনের জন্য হাসপাতাল চত্বরে অবস্থান করে আসছিলো। কিন্তু হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় চরমভাবে বিপাকে পড়েছে অ্যাম্বুলেন্স মালিকরা।
অ্যাম্বুলেন্স চালকরা জানান, হাসপাতালে প্রবেশে নিষেধ থাকায় যত্রতত্র পার্কিংয়ের কারণে অ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডারসহ গাড়ির অন্যান্য যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে।
অ্যাম্বুলেন্স চালক হাবিবুর রহমান, আ. রহমান, মিলন ও অনিকসহ অনেকেই জানান, হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স রাখলে খুব সহজেই রোগীরা গাড়িতে উঠে গন্তব্য যেতে পারেন। কিন্তু হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখতে না দেওয়ায় রোগীরা সেবা পাচ্ছেন না। রোগীদের বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। আমাদের দাবি, রোগীদের স্বার্থে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা রাখা।
এদিকে হাসপাতাল চত্বরেই নিরাপদ পার্কিংয়ের জন্য বার বার অনুরোধ করা হলে কোনো সুরহা হয়নি। তাই অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেওয়ার কথা জানান মালিক সমিতির নেতারা।
অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মো. মাহমুদ চৌধূরী বলেন, আমরা বেশ কয়েকবার হাসপাতাল তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনকে অনুরোধ করেছি, বৈঠক করেছি কিন্তু তারা আমাদের দাবি মানেনি। তাই বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রেখে ধর্মঘটের ডাক দিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।এদিকে সোমবার সকাল থেকে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন বন্ধ থাকায় ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কল করেও অ্যাম্বুলেন্স না পেয়ে অটোরিকশা বা সিএনজি করে রোগী পরিবহনে করছে অনেকেই।একাধিক রোগীর স্বজন বলেছেন, এভাবে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকলে রোগীরা কীভাবে চিকিৎসা নিতে আসবেন। তাদের দুর্ভোগ বেড়ে গেছে।
রোগী ভোগান্তি কমাতে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স রাখায় নিষেধাজ্ঞা করার কথা জানিয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ আবু মোহাম্মদ শাফী বলেন, ধর্মঘটের বিষয়টি আমাদের জানা নেই। তবে আমাদের হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্স চলাচল করছে।





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...