অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে সালিশে শাস্তি হওয়ায় বাদীকে পিটিয়ে আহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৯ রাত ০৯:৫৪

remove_red_eye

৫৬৬

 

লালমোহন প্রতিনিধি : লালমোহন কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামে চুরির বিচারে গ্রাম্য সালিশে মার খাওয়ায় বাদীসহ ৪জনকে পিটিয়ে আহত করেছে চোর। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। আহত জামাল (৩০) ও তার স্ত্রী সালমা লালমোহন হাসপাতালে ভর্তি রয়েছে।
জানা গেছে, গত শনিবার কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলম বাজার এলাকার জামালের ঘরে রাতের আঁধারে চুরি করতে যায় একই এলাকার রুহুল আমিনের ছেলে রায়হান। ওই সময় ঘরে জামালের স্ত্রী একা ছিল। এ ঘটনায় গ্রাম্য শালিশে মঙ্গলবার বিচার বসে। বিচারে রায়হানকে দোষী সাব্যস্ত করে মারধর করা হয়। মার খাওয়ায় ক্ষিপ্ত হয়ে সালিশের পরেই জামালকে মারপিট শুরু করে রায়হান। এসময় তার স্ত্রী সালমা, বাবা চিডু মিয়া ও শ্যালক ইব্রাহিম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।