অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


ভোলায় বাংলা নববর্ষ বরণে আনন্দ উৎসবে মানুষের ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৪ বিকাল ০৫:২৫

remove_red_eye

১৭৮

বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন শিল্পীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও প্রভাতী সঙ্গীতসহ সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। এ সময় কয়েক হাজার বিভিন্ন বয়সী শিশু নারী পুরুষের ঢল নামে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। পরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যায়ল মাঠে নববর্ষ বরণ অনুষ্ঠানের সভাপতি ভোলা জেলা প্রশাসক প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বিশিষ্ট কবি নাসির আহমেদ, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান। আলোচনা শেষে  ভোলা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচ, গান ও কবিতা পরিবেশন করেন। এসময় পান্থা ভাত,মাছভাজা,ভর্তার পরিবেশন করা হয়। এ ছাড়াও সন্ধ্যায় একই মঞ্চে দেশ বরেণ্য শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা কয়েক হাজার দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন। এ সময় সরকারি স্কুল মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়।