অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ইলিশা ফেরিঘাটে পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ রাত ১১:৫৫

remove_red_eye

৩৮৬

পারাপারে অপেক্ষায় ঘাটেই নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার তরমুজ

মোঃ ইসমাইল : ভোলা-ল²ীপুর নৌ-রুটের নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ফলে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে পন্যবাহী গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। পারাপারে অপেক্ষায় ঘাটেই নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার তরমজুসহ বিভিন্ন কাঁচামাল। এতে করে একদিকে লোকশানের পড়ছেন তরমুজ ব্যবসায়ীরা। অন্যদিকে তিন থেকে চার দিন ধরে পারাপারের অপেক্ষায় থেকে নানা ভোগান্তীতে রয়েছে ট্রাকের চালক ও শ্রমিকরা।

রবিবার (০৭ এপ্রিল) দুপুরের দিকে সরেজমিনে ইলিশা ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, মাহসড়কের দুই পাশে মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ লাইন। প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত সড়কের পাশে দাড়িয়ে থাকা বেশীরভাগ ট্রাক ও কাভার্ডভ্যানেই তরমুজ বোঝাই। সড়কের পাশে ১০০টিরও বেশী ট্রাক ও কাভার্ডভ্যান দাড়িয়ে রয়েছে। তরমুজ বোঝাই কাভার্ডভ্যানের চালাকরা কাভার্ডভ্যানের দরজা খুলে রেখেছেন। তিন দিন ধরে ঘাটে অপেক্ষা করছেন তারা। গরমে তরমুজ নষ্ট হয়ে যাওয়ায় গাড়ীর দরজা খুলে রেখেছেন বলে জানিয়েছেন তারা।
খাগরাছড়ি জেলার বাসিন্দা কাভার্ডভ্যান চালক মো. শাহাদাত হোসেন জানান, তিনি গত বৃহস্পতিবার ভোলার চরফ্যাশন থেকে তরমুজ লোড করে ইলিশাঘাটে এসেছেন। তিন দিন অপেক্ষা করেও এখনো ফেরিতে উঠতে পারেননি। তার সামনে এখনো ৩০-৪০টি গাড়ী রয়েছে। কখন পার হতে পারবেন তার নিশ্চয়তা নেই।

আরেক ট্রাক চালক মো. মিজান জানান, তিনিও ভোলা চরফ্যাশন থেকে তরমুজ নিয়ে গত বুধবার দিবাগত রাতে ইলিশা ফেরিঘাটে এসেছেন। তিন দিন পার হয়ে গেলেও এখনো ফেরি পার হতে পরেননি। এদিকে ঘাটে কোনো ট্রাক স্ট্যান্ড না থাকায় তাদের চরম ভোগান্তীতে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশী কষ্ট হয়ে গোসল ও টয়লেট সারতে। আবার সড়কের পাশে গাড়ী রাখায় রাতের বেলা গাড়ীতে মালামার চুরির ঘটনাও ঘটে। ঘাটে কোনো প্রকার নিরাপত্তা পাচ্ছেন না তার তারা।
ট্রাকচালক মো. রাজুসহ ৫-৭জন চালক জানান, ইলিশা-ল²ীপুর নৌ-রুটে ৬টি ফেরি থাকলেও নদীতে চর থাকার কারনে জোয়ার-ভাটার সাথে মিল করে চালানো হয়। এতে ঘাটে গাড়ীর দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যার ফলে এককেটি গাড়ী পারাপারের অপেক্ষায় ঘাটের তিন-চারদিন অপেক্ষা করতে হয়। এছাড়াও ইলিশা ঘাটে নির্দিষ্ট কোনো ট্রাকস্ট্যান্ড না থাকায় সড়কের পাশে নিরাপত্তাহীনতায় থাকতে হয় চালকদের। প্রায়ই গাড়ী থেকে কাচামাল ও গাড়ীর মালামাল চুরি হয়। গত রাতেও বেশ কয়েকটি ট্রাক থেকে তরজুম চুরি হয়েছে। এক কথায় ঘাকে অপেক্ষমান পন্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো নিরাপত্তাহীনতায় থাকতে হয়। তাই ইলিশা ফেরিঘাটে একটি ট্রাকস্ট্যান্ড স্থাপান করার দাবি জানান চালকরা। একই সাথে সঠিকভাবে ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিও করেন তারা।
চরফ্যাশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে তরমুজ নিয়ে যাওয়া ব্যবসায়ী মো. আল আমিন জানান, তিনি প্রায় তিন থেকে চার লাখ টাকার তরমুজ নিয়ে গত বৃহস্পতিবার রওনা করেছেন। কিন্তু তিন দিন ঘাটে অপেক্ষা করায় অনেক তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে তার লক্ষাধিক টাকা লোকশান হবে বলে আশঙ্কা করছেন তিনি। শুধু আল আমিন নয় প্রায় ১০-১৫জন তরমজু ব্যবসায়ী একই দাবি করেন।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিসি) ইলিশা ঘাটের ইনচার্জ মো. পারভেজ খান জানান, এ বছর ঈদ ও তরমুজের মৌসুম একত্রে হওয়ায় ঘাটে পন্যবাহী ট্রাকের কিছুটা যানজট তৈরী হয়েছে। প্রথমে চারটি ফেরি দিয়ে পারাপার করলেও বর্তমানে আরো দুইটি ফেরিসহ মোট ছয়টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। এতে করে আগামী এক দিনের মধ্যে এ যানজট থাকবে না। নদীতে নাব্যতা সংকট থাকলেও ঘাটে কোনো ফেরি বসে থাকে না। ঘাটে এসে গাড়ী আনলোড করে পুনরায় গাড়ী নিয়ে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে ফেরিগুলো। তবে নাব্যতা সংকটের কারনে ফেরিগুলোকে অনেক পথ ঘুরে যেতে হয়। এতে করে অতিরিক্ত সময় ব্যায় হচ্ছে।





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...