এইচ আর সুমন : ভোলায় খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার ২৪ জন শিক্ষার্থী আল কোরআনের হাফেজ হয়েছেন । শনিবার (২৬ই রমজান ৬ই এপ্রিল) খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদে এশার নামাজ শেষে নবাগত আল কোরআনের হাফেজদেরকে পাগড়ী প্রদান ও সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় । হিফজ সমাপনী ও বিদায়ী ২৪ জন শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও দোয়া মোনাজাতের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ মজির উদ্দিন। অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত করেন খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ রফিউদ্ইদিন।অনুষ্ঠানে এ বছর হিফজ সম্পন্ন করা নবাগত ২৪জন হাফেজদের কে পাগড়ী পরিয়ে দেন ভোলা জেলা দায়রা জজ, খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ মজির উদ্দিন, আলহাজ্ব হাফেজ মাওলানা মিজানুর রহমান দাঃ বাঃ , হাফেজ মাওলানা মোঃ জামাল উদ্দিন দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ মাকসুদুর রহমান দাঃবাঃ। খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের সহ-সভাপতি মাওলানা আহমুদুল্লাহ, সাধারণ সম্পাদক খোকন গোলদার, কোষাধক্ষ্য সিরাজুল ইসলাম, মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ ডাঃ রফিকুল ইসলাম, ভোলা পৌরসভা নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সোহাগ, জামাল গোলদার, আলহাজ্ব মনিরুল হক,ইকবাল হোসেন চৌধুরীসহ বাদল খান, হাফেজ রুহুল আমিন, মুসল্লী মুসা, হারুন অর রশিদ হাওলাদারসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।
এ বছর নবাগত পাগড়ী প্রাপ্ত ২৪জন শিক্ষার্থীরা হলেন,ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের শাহজাহান (সুমনের) ছেলে হাফেজ মোঃ ফজলে রাব্বী (শাহী),ভোলা পৌরসভা ১নং ওয়ার্ড কাচিয়া কলোনির মোঃ জাহাঙ্গির আলমের ছেলে হাফেজ মোঃ মারুফুল হক, ভোলা পৌর ৩নং ওয়ার্ড নবীপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে হাফেজ মোং ফারহান, চরফ্যাশন উপজেলার মোঃ সালাউদ্দিনের ছেলে হাফেজ মোঃ সাফওয়ান ইসলাম, ভোলা পৌর কালীনাথ বাজারের মোঃ নুর আলমের ছেলে হাফেজ মোঃ হাসিবুর রহমান,ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা মোঃ রুহুল আমিনের ছেলে হাফেজ মোঃ ইমাম হোসাইন,ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের মোঃশাহিন আলমের ছেলে হাফেজ মোঃআবু তালহা(শান্ত), ঢাকা মুন্সিগঞ্জ মোঃ দেলোয়ার হোসেনের
ছেলে হাফেজ মোঃ ইয়াছির রাইয়ান, লালমোহন উপজেলার আলী আকবরের ছেলে হাফেজ মোঃ রফিউদ্দিন, ভোলা পশ্চিম চরনোয়াবাদ সাংবাদিক মোকাম্মোল হক (মিলনের) ছেলে হাফেজ মোঃ রেজওয়ান(নুর),ভোলা কালিবাড়ী রোডের মোঃতোফাজ্জল হক(বাচ্ছুর)ছেলে হাফেজ মোঃ তাওসিফ হোসেন,ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মোঃ মাইনুদ্দিনের ছেলে হাফেজ মোঃ মারুফ, ভোলা পৌর ছোট আলগীর মরহূম আবদুর রবের ছেলে হাফেজ মোঃ আব্দুল হান্নান, ভোলা ধনিয়া ইউনিয়নের মোঃ ইউসুফের ছেলে হাফেজ মোঃ জিহাদ, ভোলা উত্তর চরনোয়াবদ মোঃ হেলাল উদ্দিনের ছেলে হাফেজ মোঃ আহসান হাবিব,ভোলা আলিনগর ইউনিয়নের মোঃ মাইনুদ্দিনের ছেলে হাফেজ মোঃ মারুফ হাসান, ভোলা পূর্ব ইলিশা ইউনিয়নের মোঃ সেলিমের ছেলে হাফেজ মোঃ সাহাদ,ভোলা ভেলুমিয়া ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে হাফেজ মোঃ জিহান হোসেন,ভোলা শিবপুর ইউনিয়নের মোঃ নেছার উদ্দিনের ছেলে হাফেজ মোঃ আলী হোসেন,ভোলা রাজাপুর ইউনিয়নের শান্তির হাট এ্যকার মাওঃ মহসিনছেলে হাফেজ মোঃ জামিল, ভোলা উত্তর চরনোয়াবাদ মোঃ মিজানুর রহমানের ছেলে হাফেজ মোঃ ইমরান, ভোলা আলিনগর ইউনিয়নের মোঃ কাঞ্চনের ছেলে হাফেজ মোঃ সিয়াম, চরফ্যাশন উপজেলার মোঃ আলাউদ্দিনের ছেলে হাফেজ মোঃ নাইমুল ইসলাম,চরফ্যাশন উপজেলার মোঃ নূরে আলমের ছেলে হাফেজ মোঃজুনায়েদ।
এ বছর হিফজ সম্পন্ন করা পাগড়ী প্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীরা যাদের পরশে আল কোরআনের হাফেজ হলেন, তারা হলেন, শ্রদ্ধেয় আলহাজ্ব হাফেজ মাওলানা মিজানুর রহমান দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জামাল উদ্দিন দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ মাকসুদুর রহমান দাঃবাঃ।