অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই মে ২০২৫ | ২৬শে বৈশাখ ১৪৩২


ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৪

remove_red_eye

১৪৬

এইচ আর সুমন : ভোলা ক্রিকেট একাডেমি আয়োজন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ই এপ্রিল) ভোলা শহরের ক্রিষ্টাল ইন হোটেলের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
প্রধান অতিথি বক্তব্য ইয়ারুল আলম লিটন বলেন, ভোলা গজ নবী স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াররা এসে মাঠে খেলেছেন। স্টেডিয়ামের ও মাঠের কাজ দ্রুত সংস্কার করা হলে আগের মত আবারো  ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফয়সেল, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ভোলা ক্রিকেট একাডেমির সভাপতি মুতাসির আলম রবিন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক ও ভোলা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক  তানভীর হায়দার রাজীব চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক ও ভোলা ক্রিকেট একাডেমির সাংগঠনিক সম্পাদক  কাজী সাইফুল আলম বাবু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, নির্বাহী সদস্য সুমন খান, মনিরুল ইসলাম, আরিফ হোসেন লিটন, হামিদুর রহমান হাসিব প্রমুখ। 
এছাড়া আরো উপস্থিত ছিলেন, কোয়াবের জেলা সভাপতি কামরুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ভোলা ক্রিকেট একাডেমির কোচ মাইনুদ্দিনসহ ভোলা ক্রিকেট একাডেমির বিভিন্ন পর্যায়ে খেলোয়াড়, বিভিন্ন স্কুলের শিক্ষক ও সাংবাদিক বৃন্দ। ইফতারের পূর্ব মূহুর্তে  দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মনিররুল ইসলাম।

 





আরও...