অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


ভোলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৫৪

remove_red_eye

১৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল প্রজন্ম সমৃদ্ধ আগামী প্রতিপাদ্য বিষয়ের উপর বৃহস্পতিবার সকালে ভোলা শহরের টাউন স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রতিযোগিতার আয়োজন করে।

ভাষা সাহিত্য, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ স্টাডিজ মুক্তিযুদ্ধ বিষয়ের উপর ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৩টি গ্রুপে জেলা শতাধিক শিক্ষাথীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।  প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) সাবেকুন নাহার। এসময় উপস্থিত ছিলেন  ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রফেসর অধক্ষ মোহাম্মদ ইসরাফিল ,ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক হালদার,গবেষণা কর্মকর্তা  মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী প্রমুখ। প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষককরা বিচার হিসাবে দায়িত্ব পালন করেন।