বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৪ বিকাল ০৫:১০
৩৮৪
এইচ আর সুমন : ভোলার তজুমদ্দিন আবারো রাসূল (সা.) ও আয়েশা (রা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর কমেন্ট করেছে সনাতন ধর্মাবলম্বী বাসু দাস (৩২) নামে এক যুবক। এই ঘটনার প্রতিবাদে ভোলা,লালমমোহন ও তজুমদ্দিনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উত্তর শাখার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ পূর্বক সমাবেশে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী।
আরো বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওলানা শফিউদ্দিন,যুগ্ম সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুকী, জয়েন সেক্রেটারি মাওলানা আক্তার হোসেন, মাওলানা ইউসুফ আদনান, মাওলানা গোলাম মোর্শেদ, মাওলানা আব্দুর রব, এইচ এম ইব্রাহিম, মাওলানা আব্দুল জলিল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, মাওলানা নুরে আলম ফয়জী, ভোলা বড় মসজিদের মাওলানা নূরে আলম, দরগা মসজিদের খতীব মাওলানা নুরুল আমিন আশরাফী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্যরা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.)কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এ সময় তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহŸান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান এবং বক্তারা ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস সর্বোচ্চ শাস্তির দাবি জানান।পরে আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করেন সংগঠন এর নেতা কর্মীরা। সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নতুন বাজার এসে শেষ হয়।
তজুমদ্দিন প্রতিনিধি জানান : ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস কর্তৃক প্রান প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কুরুচিপূর্ন ও মা আয়েশা (রাঃ) নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ)জোহর বাদ ইসলামী আন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। প্রায় ৫ হাজার ধর্ম প্রান মানুষ মিছিলে অংশ নেন।
পরে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন পোদ্দার, বাংলাদেশ ইসলামী আনন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, চাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ সহ ধর্মপ্রান মুসলমানরা।
এদিকে মিরাজ উদ্দিন পারভেজ বাদী হয়ে বসু দেবকে আসামি করে সাইবার নিরাপত্তা আইনে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।
লালমোহন প্রতিনিধি জানান : ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস কর্তৃক- মুসলমানদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কুরুচিপূর্ন ও মা আয়েশা (রাঃ) নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) জোহর বাদ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লালমোহন উপজেলা শাখার আয়োজনে উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রায় ৩ হাজার ধর্ম প্রান মানুষ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ লালমোহন উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো. আলী আজগর, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন শামিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার সহসভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। এদিকে মিরাজ উদ্দিন পারভেজ বাদী হয়ে বসু দাসকে আসামি করে সাইবার নিরাপত্তা আইনে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক