অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই নভেম্বর ২০২৪ | ২৭শে কার্তিক ১৪৩১


ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ১২ হাজার মিটার জাল জব্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৪ বিকাল ০৫:৪৪

remove_red_eye

১২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তেঁতুলিয়া নদীতে সোমবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ১২,০০০ মিটার জাল জব্ধ করে আগুনে পোড়ানে হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশার মৎস্য বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। এর আগে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদসহ ওই দফতরের স্টাফ ও পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।  মৎস্য কর্মকর্তা জানান, ইলিশ প্রজাতির বেড়ে ওঠা নিশ্চিত করতে  মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভোলা অঞ্চলের ১৯০ কিলোমিটার  এলাকায় মার্চ ও এপিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করছে মৎস্য অধিদপ্তর।  বেশিরভাগ জেলে নদীতে নামছে না। কিছু জেলে মাছ ধরার চেষ্টা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিদিন অভিযান চালানো হচ্ছে।  সোমবার পর্যন্ত আটক করা হয়েছে ৫২ জেলেকে।