বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৪২
২৩৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আজ মহান একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের এই দিনে একদল তরুণদের রক্তের বিনিময়ে এ বাংলা ভাষা পেয়েছে বাঙালি জাতি। ভাষার জন্য এমন আত্মত্যাগ এমন ঘটনা পৃথিবীতে বিরল। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে এ দিনটি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উত্থাপন করা হয়।এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।২০০০ সালের ২১ শে ফেব্রæয়ারী থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
এ দিনটিকে ভোলার মানুষ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারটিকে সাজানো গোছানোর হয় । শহীদ মিনার রং তুলির আচরে নতুন সাজে সেজে উঠেছে। শহীদ মিনারে রং বি রংয়ের আলোক সজ্জা যেন যে কারো নজর কারে।প্রানবন্ত হয়ে ওঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন। জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মোড়ানো ছিলো পুরো এলাকা।
ভাষা শহীদের স্মরনে বাজতে থাকে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি/ এই গান টি। মঙ্গলবার রাত ১২ টা বাজার আগেই শহীদ মিনার প্রাঙ্গনে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দলে দলে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ। বেশীর ভাগ লোকজনই কালো রংয়ের পোশাক পড়ে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে।ঘড়িতে যখন ১২ টা ১ মিনিট প্রথমেই পুষ্পমাল্যা অর্পন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এর পর পুলিশ সুপার মাহিদুজ্জামান । এছাড়াও কোষ্টগার্ড, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভারসহ ভোলা আওয়ামীলীগের পক্ষ থেক পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার অহিদুর রহমানসহ অন্যান্যরা।
এছাড়াও ভোলা প্রেসক্লাব, ভোলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, ভোলা জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, তাতী লীগ,জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন, সদর উপজেলা পরিষদ, নির্বাহী ম্যজিষ্ট্রেটগন, সুন্দরবন গ্যাস কোম্পানী, ভোলা জেলা বিএনপির পক্ষ দলটির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা, ছাত্রদল,ভোলা জেলা বিজেপি, সড়ক ও জনপথ বিভাগ,ভোলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, সিভিল সার্জন, মৎস অধিদপ্তর, ভোলা এলজিইডি,গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,জেলা স্কাউটস, ভোলা লেডিস ক্লাব,জেলা আইনজীবী সমিতি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ভোলা বিভাগীয় বন বিভাগ, ভোলা আনসার ভিডিপি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কারা রক্ষী বাহিনী, , ভোলা জেলা যুব ঐক্য পরিষদ, ভোলা থিয়েটার, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ,ভোলা জেলা ছাত্র ঐক্যি পরিষদ , ভোলা অগ্রণী ব্যাংক লি:, ভোলা সোনালী ব্যাংক লিমিটেড, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সহ শতাধিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
জানা যায় এ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের ও শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা জানা গেছে।
জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার আয়োজনে ইফতার মাহফিল
ভোলা খালকে অবৈধ দখলমুক্ত ও খনন করার দাবিতে মানববন্ধন
ভোলার দক্ষিণ আইচায় গণধর্ষণ মামলারদুই আসামি গ্রেফতার
মনপুরায় ছাত্রদল নেতা নিহতের ঘটনায় হত্যামামলা, গ্রেফতার ৪, বিক্ষোভ ও মানববন্ধন
লালমোহন হাসপাতালে খাদ্য সামগ্রী, ষ্টেশনারী ও ধোলাই কাজের টেন্ডারে অনিয়ম
দৌলতখানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু
ভোলায় বেগুনির মধ্যে পোকা তৃষ্ণা ফাস্টফুডকে জরিমানা
ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জলদস্যু শাহিন বাহিনীর ৫ সদস্য আটক
লালমোহনে নানা বাড়ির প্রতিবেশির বাথরুমে ডেকে নিয়ে ৭বছরের শিশুকে ধর্ষণ পঞ্চাশোর্ধ বৃদ্ধের
লালমোহন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত