অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে ভাদ্র ১৪৩১


ভোলার ধনিয়ায় প্রবীনদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৯৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে প্রবীনদের ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরন ও ওয়ার্ড ভিত্তিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলতুলি ১নং ওয়ার্ডে ক্রীনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লীকর্র্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রবীন জন গোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ খেলার আয়োজন করে। খেলার মধ্যে ছিলো বালিশ খেলা, হাড়ি ভাঙ্গা, চেয়ার সিটিং, দেশের গান, হামদনাত।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লীকর্ম- সহায়ক ফাউন্ডেশনের সহকারী মহা ব্যবস্থাপক আজমল হক খান, বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপক নাসির উদ্দিন। বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু, খেলা পরিচালনা করেন কৈশর কর্মসুচির ফোকাল পার্সন আলমগির হোসেন ও প্রোগ্রাম অফিসার ইছমাইল জবিউল্লাহ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।