অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


পরানগঞ্জ থেকে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস সরিয়ে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৪৬

remove_red_eye

১৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদরের পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিস অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয় বিক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার (০৮ ফেব্রæয়ারী) সকালে ক্ষুব্ধ গ্রাহকরা পরানগঞ্জ বিশ্বরোড চত্বরে পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ করে । প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করে ভুক্তভোগী গ্রাহকরা। পরে ডিবি ওসি এনায়েত হোসেন, সদর থানার ওসি মনির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। এসময় তারা আগামী মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও আন্দোলনকারী প্রতিনিধিদের নিয়ে বিদ্যুৎ অফিস রাখার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন এবং আগামী মঙ্গলবার পর্যন্ত এই অফিস থেকে কোন মালামাল সরিয়ে নেওয়া হবে না বলেও আন্দোলনকারীদেরকে জানান।
পরে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন আন্দোলনকারীদেরকে উদ্দেশ্যে বলেন, আগামী মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে পল্লীবিদ্যুৎ সমিতি রাখার বিষয়ে বসা হবে। সেদিন আলোচনার মাধ্যমে অফিস রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা অপেক্ষা করবো। যদি আমাদের এই দাবী মানা না হয় তাহলে এই আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় বক্তারা বলেন, ভোলার উত্তরের গ্রাহকদের সেবার কথা চিন্তা করে পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থাপন করা হয়। প্রায় দুই যুগ আগে ছয়টি ইউনিয়নের মাঝখানে উপশহরখ্যাত পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ অফিসটি কার্যক্রম শুরু করে। ছয়টি ইউনিয়নের মাঝখানে অফিসটি হওয়ায় গ্রাহকরা সহজেই এখান থেকে সেবা নিতে পারছেন। পরানগঞ্জ বাজারের কাছেই পল্লীবিদ্যুতের একটি সাব-স্টেশন (উপকেন্দ্র) স্থাপন করা হয়েছে। কিন্তু বর্তমানে  পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসটি অন্যত্র সরিয়ে নেয়ার পায়তারা করা হচ্ছে। পরানগঞ্জ বাজার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসটি বাপ্তা ভোটেরঘর নাম এলাকায় স্থানান্তরের পায়তারা চলছে। 
বক্তারা আরো বলেন, ভোলার উত্তরের উপশাখা খ্যাত ‘পরানগঞ্জ বাজার’ থেকে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থানান্তর করলে ছয়টি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তি ও গ্রাহক সেবা থেকে বঞ্চিত হবে। তাই গ্রাহকের নিরাপত্তা, যাতায়াত, সেবার কথা চিন্তা করে পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস রাখার দাবি জানাচ্ছি। যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা জনগণের ন্যায্য দাবি আদায়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।
এসময় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্তর ভোলার ছয়টি ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে পল্লীবিদ্যুৎ অফিসটি পরানগঞ্জ বাজারে রাখার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন, ইউনিয়ন আ’লীগ নেতা মো: ঝিলন খান, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ডা. মেহেদী হাসান কামাল, ইউপি সদস্য মোঃ লিটন মজগুনী, প্রভাষক আবদুল্লাহ আল নোমান, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, ২নং ইলিশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ।
এ সময় বক্তারা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।