অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২০ বিকাল ০৪:৪৮
৬৬২
অচিন্ত্য মজুমদার:: দৈনিক বাংলার কন্ঠে সংবাদ প্রকাশের পর ভোলায় মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার সরবরাহ করার দায়িত্ব নিলো সমাজ সেবা অধিদপ্তর। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় সরকারের নির্দেশনায় জেলার সকল হোটেল রেস্টুরেন্ট, খাবারের দোকান বন্ধ হয়ে গেলে এই জনগোষ্ঠী অসহায় হয়ে পড়ে। ঠিক তখন এসব অসহায় মানুষর জন্য খাবার সরবরাহ শুরু করায় সমাজ সেবার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
সরিজমিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, দেশের একমাত্র দ্বীপজেলা ভোলার মানসিক ভারসাম্যহীন মানুষের সংখ্যা ঠিক কতজন তার হিসাব নেই। তবে প্রায় শতাধিক মানসিক ভারসাম্যহীন মানুষ রাস্তাঘাট, হাট-বাজারের বিভিন্ন দোকানের বারান্দা বা খোলা আকাশের নিচে বসবাস করে। করোনা ভাইরাস সংক্রমন থেকে দেশের মানুষকে রক্ষায় জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করেছে সরকার। এসময় কর্মহীন মানুষের কাছে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে। কিন্তু এইসব মানসিক ভারসাম্যহীন মানুষের কাছে সাধারণত খাবার পৌঁছে না। করোনার কারণে এই মুহূর্তে কারো বাড়িতেও তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাজারের হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকায় অনেকটা অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটছিল। এ অবস্থায় গত ২ এপ্রিল বাংলার কন্ঠে ভোলার মানসিক ভারসাম্যহীনদের নিয়ে একটি প্রতিবেদনর প্রচারের পর এদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। এরপর গত ৭ এপ্রিল থেকে এদের খাওয়ার দায়িত্ব নেয় জেলা সমাজ সেবা অধিদপ্তর। প্রতি দিন বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদেরকে খুঁজে বের করে ভাত খাওয়ানোর ব্যবস্থা করে সংস্থাটি।
সংস্থাটির এমন উদ্যোগকে মানবিকতার একটি অন্যন্য দৃষ্টান্ত বলে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। তবে খাবাবের পাশাপাশি এসব মানসিক ভারসাম্যহীনদের একটা নিরাপদ যায়গায় রাখার দাবিও জানান তারা।
এসময় পথচরী প্রণয় কুমার সাহা, মোঃ মনির হোসেন ও স্বপন দে জানান, ভোলার রাস্তায় কিছু ভবঘুরে পাগল রয়েছে। যারা প্রতিবন্ধি রাস্তা ঘাটে পড়ে থাকে। যাদের খাবার হোটেল রেস্টুরেন্টের উপর নির্ভরশীল ছিল। এদের খাবার দেয়ার দায়িত্ব সমাজ সেবা নিয়েছে। টা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে এর পাশাপাশি যদি তাদের সেফ হোমে রাখা যেত তাহলে এদের মাধ্যমে করনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি থাকতো না বলেও জানান তারা।
ভোলা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালকমোঃ নজরুল ইসলাম জানান, বিভিন্ন টেলিভিশন পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসক মহদয়ের সাথে আলাপ করি। এরপর করোনা ভইারাস দুর্যোগকালীন সময়ে আমরা সমাজ সেবা অধিদপ্তর থেকে ভোলার পথেঘাটে পড়ে থাকা অসহায় মানসিক ভারসাম্যহীন অসহায়দের জন্য প্রতিদিন রান্না করে খাবার পৌছে দেয়ার শুরু করেছি। পাশাপাশি আমরা তাদেরকে জামা কাপড়েরও ব্যবস্থা করছি। যতদিন করোন ভাইরাস ঠেকাতে জেলায় লকডাউন পরিস্থিতি থাকবে ততদিন এসব মানসিক ভারসাম্যহীনদের জন্য সমাজ সেবা অধিদপ্তর খাবারের ব্যবস্টথা করবে বলেও জানান তিনি।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক