অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় সরকারি আইগত সহয়তা কার্যক্রম বিষয়ক সেমিনার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:১২

remove_red_eye

৩০৪

মলয় দে : “বঙ্গবন্ধুর স্বপ্নপূরন, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে ভোলা জেলা লিগ্যাল এইড এর আয়োজনে বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অডিটোরিয়াম সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মোঃ খালিদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড এর সহকারী জজ মোঃ ফজলে রাব্বি,হযরত আলী , কলেজটির গভর্নি বডির সদস্য মোঃ সফিকুল ইসলাম ,কলেজের উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক ধ্রæব হাওলাদার ।
এতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি সিনিয়র সহকারী জজ ও জেলা  লিগ্যাল এইড অফিসার সাব্বির মো: খালিদ বলেন, দেশের জনগণের একটি অংশ দরিদ্র ও নিরক্ষর। এই জনগণ তাঁদের আইনগত অধিকার সম্পর্কে ততটা সচেতন নন। এসব মানুষ অধিকার লঙ্ঘিত হলে অথবা কোনো আইনি জটিলতায় পড়লে আর্থিক দৈন্য বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে আইন আদালতের আশ্রয় নিতে পারেন না। তাঁদের আইনি অধিকার নিশ্চিত করতে এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আজকে শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার এর আয়োজন করা হয়। এই সেমিনারে লিগ্যাল এইড প্রতিষ্ঠিত করার কারণ, লক্ষ্য ও উদ্দেশ্য এবং লিগ্যাল এইড অফিস থেকে কোন কোন মানুষ কোন ধরণের আইনি সহায়তা বিনামূল্যে পেতে পারেন সেই বিষয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের জানা জরুরি এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা উঠি আশে। এছাড়া অনুষ্ঠান থেকে লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার বিষয়গুলো নিজেদের আশপাশের আইনি সহায়তা পাওয়ার মতো যোগ্য মানুষদের মাঝে পৌঁছে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান অতিথি আহবান জানান।

এসময় বক্তারা বলেন, আইনের অধিকার নিশ্চিত করার জন্য লিগ্যাল এইড ভোলায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুই পক্ষকে সমঝোতার মাধ্যমে মামলার জট কমিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করি তাহলে অনেক কাজ সহজ হবে এবং মামলার জটিলতা কমবে। তাই বিচার প্রার্থীদেরকে জানাতে হবে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দ্রæত মামলার শেষ করা যায়। তাহলেই আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে বলে জানান বক্তারা।

পরে প্রজেক্টরের মাধ্যমে প্রায় ঘন্টাব্যাপী লিগ্যাল এইডের কর্মকাণ্ডের উপর তথ্য চিত্র প্রদর্শনী করা হয়। পাশাপাশি আইনগত সহায়তা প্রদানের বিষয়ে করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...