অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


বিকাশ’র সাথে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার চুক্তি স্বাক্ষর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১৯

remove_red_eye

২০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গ্রাহক সুবিধা ও সেবার মান বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) দু’যুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। মানুষের দোরগোড়ায় পৌঁছানোর অঢেল প্রত্যয়কে বাস্তবায়ন করার জন্য বিকাশ’র সাথে বুধবার চুক্তি সম্পন্ন করছে জিজেইউএস।
এই চুক্তির মাধ্যমে সংস্থার গ্রাহক স্বল্প খরচে ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন এবং তাৎক্ষনিক এসএমএসের মাধ্যমে নিশ্চিত হতে পারবেন। চুক্তি স্বাক্ষর করেন জিজেইউএস এর পক্ষে সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং বিকাশ এর পক্ষে চীফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। এসময় দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।