অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


ভোলায় জাটকা ইলিশ রক্ষায় সচেতন করতে জেলেদের মাঝে কোষ্টগার্ডের লিফলেট বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশের প্রধান প্রজনন মৌসুম 'মা' ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এবার চলছে জাটকা আহরণের নিষেধাজ্ঞা। রবিবার সকাল থেকে দিনভর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা। এসময়  সচেতন করতে  ভোলার ইলিশ মাছঘাট এলাকায় জেলেদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা নন লেফটেন্যান্ট (বিএন) এইচ.এম.এম হারুন-অর-রশিদ জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় গত ১  নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সর্বমোট আট মাস নদী ও সাগরে জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে ভোলার সাত উপজেলায় স্থায়ী ৫টি সহ অস্থায়ী আরো একটি বিশেষ কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে।