অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


লালমোহনে অবৈধ পলিথিন জব্দ, মালিককে জরিমানা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

২৫

লালমোহন প্রতিনিধি: লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুইশত কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব পলিথিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে লালমোহন বাজারের ব্যবসায়ী মো. ইকবালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।