বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৩
২১৭
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সম্পূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে।
আজ বুধবার রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। নভেম্বরের প্রথমার্ধেই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনে বদ্ধপরিকর ইসি- এ বিষয়ে সিইসি বারংবার বলেছেন।’
তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে অবহিত করবেন। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবেন। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের।
সচিব জানান, কমিশন অনেকবার বলেছে- নভেম্বর মাসের প্রথমার্ধের যে কোনো দিন তফসিল হতে পারে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে।
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ পর্যন্ত কমিশনকে মেইলে তিনটি পর্যবেক্ষক প্রতিষ্ঠান কনফার্ম করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান- যেটা প্রি অ্যাসেসমেন্ট করে গেছেন, ইইউ আগেই বলেছে এবং সম্প্রতি কমনওয়েলথের একটি দল ইসি’র সাক্ষাতের সময় চেয়েছেন। ২১ নভেম্বর পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত সেলের মাধ্যমে আবেদনের সময় রয়েছে। পরে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে এবার কতজন আসবে।’
নির্বাচনের তফসিল ঘোষণার সময় সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এ বিষয়ে কমিশন যখন সিদ্ধান্ত নেবে, তখন গণমাধ্যমে জানানো হবে। নির্বাচন কমিশনের যেসব প্রস্তুতিমূলক কাজ রয়েছে, তার সব এগিয়ে রয়েছে। নির্বাচনী মালামালও ধাপে ধাপে জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।
তিনি জানান, নির্বাচনের সময় পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মাঠে থাকবে। ভোটাররা নির্বিঘেœ যাতে ভোট দিতে পারে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করবে এবং সেভাবেই মন্ত্রণালয় কাজ করবে।
সুত্র বাসস
লালমোহনে প্রাথমিক শিক্ষা অফিসারের ১০ টাকায় সিলেবাস বিক্রি নিয়ে প্রশ্ন
চরফ্যাশনে স্বামীকে নির্যাতিত করে স্ত্রীর বিরুদ্ধে বাড়ী দখল নেওয়ার অভিযোগ
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার ভাগনে শাহরিনের হাইকোর্টে জামিন
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
মনপুরায় তরুণদল'র উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
ভোলার মেধাবী ছেলে আদিলের কৃতিত্ব
ভোলা-বরিশাল সেতু নির্মাণে আশার আলো
ভোলায় বোরো ধানের বাম্পার ফলন আন কাটা মাড়াইয়ে ব্যাস্ত কৃষক
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত