অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত কাউকে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার : ডিএমপি কমিশনার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪০

remove_red_eye

২৬

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত যে কাউকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
আজ সোমবার ডিএমপি সদর দপ্তরে পেট্রোলপাম্প মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, হরতাল অবরোধের সময় গাড়ি পোড়ানো ও আগুনের ঘটনায় জড়িত অনেককে হাতেনাতে আটক করা হয়েছে। যারাই তাদের ধরিয়ে দেবেন, তাদেরকে পুরস্কৃত করা হবে।
এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, গাড়ি ছাড়া কাউকে তেল না দেওয়ার জন্য পেট্রোলপাম্পের মালিকদের বলা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানে তেলের প্রয়োজন হয়, সেটা পুলিশকে জানাতে হবে। পুলিশ যাচাই বাছাই করে তারপর তেল দেবে। সংশ্লিষ্ট থানা পুলিশের অনুমতি ছাড়া তেল দেয়া যাবে না।
তিনি বলেন, দুষ্কৃতকারীরা গাড়ি থেকেও তেল নিতে পারে। তবে তেলের সহজলভ্যতা বন্ধ করা গেলে নাশকতা অনেকটা ঠেকানো যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সুত্র বাসস