অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ‘অগ্রপথিক’ এর উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ


মুহাম্মদ মুসলিম

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২০ ভোর ০৪:৩১

remove_red_eye

১১৫২

মুসলিম বিন নুর:: ‘মাস্ক পরিধান করা অবশ্যকরণিয়, কথা বলার সময় ৩-৪ফুট দূরত্ব বজায় রাখতে হবে,  সাবান ও স্যাভলন দিয়ে হাত পরিস্কার করা ,বৃদ্ধ ও ছোট বাচ্ছাদেরকে ঘর থেকে বাহির না হওয়ার প্রচারণা নিয়ে শুরু হয় ভোলায় ‘অগ্রপথিক’ সংগঠন’র করোনা ভাইরাস থেকে বাচার ব্যতিক্রমধর্মী আয়োজন।


 আজ মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার চরনোবাদ এলাকায়  সংগঠনের সদস্যরা স্বপ্রোণদিত হয়ে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে করোনা সংক্রান্ত জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচী পালন করেন।
 এসম প্রচারণার পাশা পাশি ওই এলাকার মসজিদ পরিস্কার, শ্রমজিবী মানুষের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ  হ্যান্ড ওয়াস, স্যানিটাইজারের মাধ্যমে হাত ধোয়াসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।


নতুন এসংগঠনের আয়োজনে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচী পালন করে থাকেন। এসময় তারা করোনা সংক্রান্ত সরকার ঘোষিত নিদেশনাবলি জনগনকে মেনে চলার আহবান জানান এবং এলাকাবাসীকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে প্রশিক্ষণ প্রদান করেন । এব্যাপারে এলাকাবাসী জানান , ‘অগ্রপথিক’  নামের এ সংগঠনটি বিভিন্ন এলাকায় গিয়ে বিনা মূল্যে মসজিদ পরিস্কার, মাস্ক বিতরণ ও করোনা  ভাইরাস  সমন্ধে শ্রমজিবী মানুষদের  মাধ্যে সচেতনতা সৃষ্টি করে থাকেন।