বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৫৮
৮৬২
মলয় দে : ভোলার ইলিশা-ঢাকা নৌ-রুটে শুরু হয়েছে ভোলাবাসীর প্রতিক্ষিত যাত্রী ও গাড়ি বহনকারী বিলাসবহুল জাহাজ ফেরি কারর্নিভাল ক্রুজ চলাচল। এতে করে পরিবার পরিজন সহ গাড়ি নিয়ে খুব কম সময় এবং পরিশ্রমে স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারবে যাত্রীরা। শুক্রবার সকাল ৮টায় ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদ ঘাট থেকে দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় কার্নিভাল ক্রুজ লাইন্স লিমিটেডের এই জাহাজটি। প্রথম দিন শতাধিক যাত্রী ও ১৫টি ছোট-বড় যানবাহন নিয়ে দুপুর ২টায় ভোলার ইলিশাঘাটে গিয়ে পৌঁছায়। আবার রাত ৯ টায় দুই শতাধিক যাত্রী ও ২০টি যানবাহন নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।জাহাজ কর্তৃপক্ষ জানান, কার্নিভাল ক্রুজের দৈর্ঘ্য ২০০ ফুট। এতে ছোট বড় ৩৫টি গাড়ির ধারণক্ষমতা রয়েছে। সিট ক্যাপাসিটি রয়েছে ৩৩০ জনের। এর মধ্যে কেবিন ৬০টি ও চেয়ার ১০০টি। এই নৌযানটিতে এক সাথে শুধুমাত্র ৪০/৪৫ টি প্রাইভেট কার বহন করার সক্ষমতা রয়েছে।জাহাজটির কতৃপক্ষ আরো জানান,কার্নিভাল ক্রুজে দুজন যাত্রীসহ প্রতি মোটরসাইকেল ১ হাজার টাকা, পাঁচজন যাত্রীসহ প্রাইভেটকার পাঁচ হাজার টাকা ও বাস ১৫ হাজার টাকা ভাড়া। এছাড়া সাধারণ যাত্রীদের জন্য চেয়ার ভাড়া ৫০০ এবং ডেক ভাড়া ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সাধারণ কেবিন ভাড়া তিন হাজার এবং ভিআইপি কেবিন ভাড়া পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।এদিকে প্রথম কার্নিভাল ক্রুজে উঠতে পেড়ে উচ্ছাস এর শেষ নেই সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।তারা জানায়,ঢাকা থেকে গাড়ি নিয়ে মাত্র ৫ থেকে সাড়ে ৫ ঘন্টায় ভোলা পৌছায় সময় ও হয়রানি লাগোভ হবে। এমনকি এম্বুলেন্সে রোগী পরিবহনে অনেক সহজ হবে মনে করছে যাত্রীরা।অপরদিকে মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চালক ও শ্রমিকরা জানান,ভোলা থেকে অন্যরুট দিয়ে ঢাকায় যাওয়ার জন্য ফেরীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা আর অতিরিক্ত ভাড়র চেয়ে কার্নিভাল ক্রুজ সহজ লভ্য হবে। পাশাপাশি কমবে ভোগান্তি।
কার্নিভাল ক্রুজ লাইন্স লিমিটেড এর পরিচালক মোঃ ইমরান খান রাছেল বলেন,গেলো ৭ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্নিভাল ক্রুজ এর উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । জাহাজটি যেকোনো নৌ দুর্ঘটনা রোধে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা ও উচ্চ ক্ষমতাস¤পন্ন ইঞ্জিন রয়েছে। যানবাহন পরিবহনের পাশাপাশি যাত্রী বহন করার জন্য রয়েছে বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন। বিজনেস ক্লাস এসি চেয়ার এবং সাধারণ যাত্রীদের জন্য রয়েছে ডেকে ভ্রমণ করার সুবিধা। এছাড়া এসি/নন এসি এবং ভিআইপি কেবিনে রয়েছে অ্যাটাচ বাথরুম।
সঠিক সেবা দিতে পারলে জাহাজটি এ রুটে টিকে থাকতে পারবে বলে আশা করেন ভোলাবাসী।
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক