বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৫৮
১৪০
মলয় দে : ভোলার ইলিশা-ঢাকা নৌ-রুটে শুরু হয়েছে ভোলাবাসীর প্রতিক্ষিত যাত্রী ও গাড়ি বহনকারী বিলাসবহুল জাহাজ ফেরি কারর্নিভাল ক্রুজ চলাচল। এতে করে পরিবার পরিজন সহ গাড়ি নিয়ে খুব কম সময় এবং পরিশ্রমে স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারবে যাত্রীরা। শুক্রবার সকাল ৮টায় ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদ ঘাট থেকে দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় কার্নিভাল ক্রুজ লাইন্স লিমিটেডের এই জাহাজটি। প্রথম দিন শতাধিক যাত্রী ও ১৫টি ছোট-বড় যানবাহন নিয়ে দুপুর ২টায় ভোলার ইলিশাঘাটে গিয়ে পৌঁছায়। আবার রাত ৯ টায় দুই শতাধিক যাত্রী ও ২০টি যানবাহন নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।জাহাজ কর্তৃপক্ষ জানান, কার্নিভাল ক্রুজের দৈর্ঘ্য ২০০ ফুট। এতে ছোট বড় ৩৫টি গাড়ির ধারণক্ষমতা রয়েছে। সিট ক্যাপাসিটি রয়েছে ৩৩০ জনের। এর মধ্যে কেবিন ৬০টি ও চেয়ার ১০০টি। এই নৌযানটিতে এক সাথে শুধুমাত্র ৪০/৪৫ টি প্রাইভেট কার বহন করার সক্ষমতা রয়েছে।জাহাজটির কতৃপক্ষ আরো জানান,কার্নিভাল ক্রুজে দুজন যাত্রীসহ প্রতি মোটরসাইকেল ১ হাজার টাকা, পাঁচজন যাত্রীসহ প্রাইভেটকার পাঁচ হাজার টাকা ও বাস ১৫ হাজার টাকা ভাড়া। এছাড়া সাধারণ যাত্রীদের জন্য চেয়ার ভাড়া ৫০০ এবং ডেক ভাড়া ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সাধারণ কেবিন ভাড়া তিন হাজার এবং ভিআইপি কেবিন ভাড়া পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।এদিকে প্রথম কার্নিভাল ক্রুজে উঠতে পেড়ে উচ্ছাস এর শেষ নেই সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।তারা জানায়,ঢাকা থেকে গাড়ি নিয়ে মাত্র ৫ থেকে সাড়ে ৫ ঘন্টায় ভোলা পৌছায় সময় ও হয়রানি লাগোভ হবে। এমনকি এম্বুলেন্সে রোগী পরিবহনে অনেক সহজ হবে মনে করছে যাত্রীরা।অপরদিকে মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চালক ও শ্রমিকরা জানান,ভোলা থেকে অন্যরুট দিয়ে ঢাকায় যাওয়ার জন্য ফেরীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা আর অতিরিক্ত ভাড়র চেয়ে কার্নিভাল ক্রুজ সহজ লভ্য হবে। পাশাপাশি কমবে ভোগান্তি।
কার্নিভাল ক্রুজ লাইন্স লিমিটেড এর পরিচালক মোঃ ইমরান খান রাছেল বলেন,গেলো ৭ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্নিভাল ক্রুজ এর উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । জাহাজটি যেকোনো নৌ দুর্ঘটনা রোধে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা ও উচ্চ ক্ষমতাস¤পন্ন ইঞ্জিন রয়েছে। যানবাহন পরিবহনের পাশাপাশি যাত্রী বহন করার জন্য রয়েছে বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন। বিজনেস ক্লাস এসি চেয়ার এবং সাধারণ যাত্রীদের জন্য রয়েছে ডেকে ভ্রমণ করার সুবিধা। এছাড়া এসি/নন এসি এবং ভিআইপি কেবিনে রয়েছে অ্যাটাচ বাথরুম।
সঠিক সেবা দিতে পারলে জাহাজটি এ রুটে টিকে থাকতে পারবে বলে আশা করেন ভোলাবাসী।
বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন : উজরা জেয়াকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আজ জাতিসংঘে প্রদত্ত ভাষণে রোহিঙ্গা, জলবায়ু প্রসঙ্গ তুলে ধরবেন
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহী ভিয়েতনাম
রোহিঙ্গা গণহত্যা মামলায় সহায়তা দিতে ওআইসি’র প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান
বিআরআই বাংলাদেশের বাস্তবতার জন্য সবচেয়ে উপযুক্ত : চীনা রাষ্ট্রদূত
নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম : স্পিকার
অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের জন্য গমনেচ্ছুদের প্রতি বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা
বাংলাদেশের বদলে যাওয়ার গল্প পৃথিবীর মানুষ জানতে চায়: নৌপরিবহন প্রতিমন্ত্রী
আগামীকাল দেশে ফিরবেন ওবায়দুল কাদের
চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দীন জাকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ২০২১ এর ফলাফল