অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

১২৯

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অনুয়ায়ী, ময়মনমনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ,ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 
এতে বলা হয়, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৫মিনিটে  এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩১মিনিটে।
এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। তবে, তা উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারী অবস্থায় রযেছে।

সুত্র বাসস