বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা আগস্ট ২০২৩ রাত ১০:৫০
১১৫২
মলয় দে: দীর্ঘদিন পর অবশেষে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে ভারপ্রাপ্ত থেকে পূনাঙ্গ প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। গত সোমবার সরকারি মাধ্যমিকের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান শিক্ষক পদে ৭৭ জনের পদোন্নতির একটি তালিকা প্রকাশ করা হয়।ওই তালিকায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে সফিকুল ইসলাম এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কে এম ছালেহ্উদ্দিন'র নাম রয়েছে।তারা দুজনেই ওই দুই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।এ খবরে স্কুল সংশ্লিষ্ট সকলে আনন্দ প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় ও করেন।
জানাযায়,ভোলার স্বনামধন্য দুটি বিদ্যাপীঠের মধ্যে একটি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অপরটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান দুটির বিগত কয়েক বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন।গত সোমবার ৩১ শে জুলাই শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক -১ শাখার একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয় যার স্মারকনং ৩৭.০০.০০০০.০৭১.১২.০৫৩.২২.৩২৯। প্রজ্ঞাপনটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি স্কুলগুলোর কর্মরত সহকারি প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি একই সাথে তাদের নামের পাশে কর্মস্থলের নাম প্রকাশ হয়। ওই তালিকায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এ,কে,এম ছালেহ্ উদ্দিন এই দুই প্রতিষ্ঠানের ওই দুই শিক্ষক প্রধান শিক্ষক পদে তাদের স্ব স্ব কর্মস্থলেরই দায়িত্ব পান।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ১৯৬৫ সালের ২০ শে জুলাই ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিযনে জন্মগ্রহন করেন। ১৯৯১ সালে বরিশাল জেলা স্কুলে সহকারি শিক্ষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার কর্ম জীবনের শুভ সূচনা ঘটে।এরপর তিনি ২০১৮ সালের ১৭ই সেপ্টেম্বর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।চলতি বছরের ফেব্রæয়ারী মাসের ২ তারিখ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের পদটি খালি থাকায় তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে অসছিলেন। তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে স্কুলের আইন শৃঙ্খলা সহ অন্যান্য বিষয়ের ব্যপক উন্নতি লক্ষ্য করা যায়।বিদ্যালয়ের পরিবেশেও ফিরে এসেছে পরিবর্তন।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ৬ মাস যেতে না যেতেই পদোন্নতি পেয়ে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার ১ লা আগস্ট তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
অপর দিকে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম ছালেহ্উদ্দিন ১৯৭২ সালে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে জন্মগ্রহন করেন।তিনি ২০১০-১১ সালে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।২০১৭-১৮ সালে সহকারি জেলা শিক্ষা অফিসার পদে ঝালকাঠী জেলা শিক্ষা অফিসে কর্মরত ছিলেন।পরে ২০১৮ সালের ১৮ই অক্টোবর থেকে ২০১৯ সালের ৭ই অক্টোবর পর্যন্ত ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক এবং ওই সালের ৮ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩১ শে জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই দায়িত্বকালীন সময়ে বিদ্যালয়টির শিক্ষাক্ষেত্রে ও আইন শৃঙ্খলা উন্নয়নে ব্যাপক প্রসার ঘটে।তারই ফলশ্রæতিতে ২০২২ ও ২৩ সালের এসএসসি পরীক্ষায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ পাসের সাফল্য অর্জন করে।তিনি ১লা আগস্ট মঙ্গলবার প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে কর্ম জীবনের নতুন আরও একটি অধ্যায় শুরু করেন।
এদিকে তাদের এই পদোন্নতির বিষয়টি জানাজানি হলে মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।বিভিন্ন্ মহলের লোকজন ফেসবুকে ও মুঠোফোনে তাদের শুভেচ্ছা জানাতে শুরু করে। এরকম খবরে তাদের স¦ স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।অবিভাবকরাও এ ধরনের খবরে খুবই আনন্দিত।
জানা যায়,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যালয়টির শিক্ষক মিলনায়তনে ওই বিদ্যালয়ের সদ্য পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষক সফিকুল ইসলাম কে ফুলেল সংর্বধনা দেয়া হয়।সকল শিক্ষকের উপস্থিতিতে এসময় বিদ্যালয়টির দিবা শিফটের সিনিয়র শিক্ষক শেখ আবু তালেব বলেন,দীর্ঘদিন ধরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি খালি ছিল।সফিকুল ইসলাম স্যারের পদোন্নতিতে আমরা খুবই আনন্দিত।স্কুল তাদের একজন পরিপূর্ন অবিভাবক ফিরে পেলো।আমরা আমাদের স্কুলের সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।
সফিকুল ইসলামের পদোন্নতিতে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওকাল উদ্দিন বলেন, সফিকুল ইসলাম স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন সময় থেকে স্কুলের শিক্ষা,শৃঙ্খলা ও পরিবেশ আগের তুলনায় অনেক ভালোর দিকে ফিরিয়ে নিয়ে এসেছে। এখন যেহেতু তিনি পরপিূর্ন ক্ষমতার অধিকারি হয়েছেন আমরা আশা করি আগামীতে এর চেয়েও আরো ভারো কিছু হবে।
অন্য দিকে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষক এ,কে,এম ছালেহ্উদ্দিন’র পদোন্নতিতে আনন্দ প্রকাশ করে ওই স্কুরটির শিক্ষক ,শিক্ষার্থী ও চতুর্থ শ্রেনির কর্মচারিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ পদোন্নতিতে দিবা শিফটের সিনিয়র শিক্ষক আঃ রহিম বলেন,সম্প্রতি সরকারি মাধ্যমিকে ৭৭ জন সহকারি প্রধান শিক্ষকের পদোন্নতি হয়েছে এর মধ্যে আমাদের প্রধান শিক্ষক এ,কে,এম ছালেহ্উদ্দিন স্যার ও একজন।এই সংবাদে আমরা অনেক আনন্দিত।আমরা আশা করি স্যার এখন আগের চেয়ে আরো বেশী উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করবেন। তার যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তিনি তার সেই অভিজ্ঞতার আলোকে স্কুলটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক