অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

২৬৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৬৯৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩৮ জনের।  সংক্রমণ কমেছে দশমিক ৫৯ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। আজ কমে হয়েছে ৪ দশমিক ৮৯ শতাংশ।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৭ হাজার ৬৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১১ হাজার ১৫৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

সুত্র বাসস