বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই মার্চ ২০২০ রাত ০৩:২৩
৬৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার” এই পতিাদ্যকে সামনে রেখে ভোলার বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা জেলা উপ-পরিচালক মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহামুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আতাহার মিয়া প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ শাফিয়া খাতুন, বাংলাদেশ মহিলা পরিষদ এর সভানেত্রেী হোসনেয়ারা চিনু, সাধারন স¤পাদিকা অধ্যক্ষ জিনাত রেহানা, সাউদ এশিয়ান পার্টনারশীপ (স্যাফ) এর পরিচালক শিউলী রানী বিশ্বস, নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগমও অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক আদিল হোসেন তপু। অনুষ্ঠানে বক্তারা বলেন সরকার নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়েসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে নানা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে। নারীদের নিজের ক্ষমতায়নে এখন তাদের এগিয়ে আসার আহবান জানায় বক্তারা।
দৌলতখান প্রতিনিধি জানান, রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যোগে দৌলতখান উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিয়ষক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম কেডিট সুপার ভাইজার মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াসমিনের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার রক্ষায় নিরলস-ভাবে কাজ করে যাচ্ছেন। নারীদের জন্য চালু করেছেন মাতৃত্বকালীন ভাতা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া নানা প্রদক্ষেপ তুলে ধরে তিনি বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইজি প্রকল্পের প্রশিক্ষণার্থী পারভীন বেগম। লালমোহন প্রতিনিধি জানান, লালমোহনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকালে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্ত¡র প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে ‘নারীর ক্ষমতায়ন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ওসি মীর খায়রুল কবীর, কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মোসা. রাশিদা বেগম প্রমুখ। চরফ্যাসন প্রতিনিধি জানান, ভোলার চরফ্যাসনে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। রবিারর সকালে বর্ণঢ্য র্যালী পৌর সভা কার্যালয় চত্তর থেকে বের হয়ে সদরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেশ চন্দ্র মজুমদার। বক্তব্য রাখেন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সেলর আখতারুল আলম সামু, প্রমুখ। মনপুরা প্রতিনিধি জানান, মনপুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন হাজিরহাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোছনা রানী দাস,মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন বেগম,দশম শ্রেনীর ছাত্রী আপিয়া খাতুন অর্পিতা,ও নুপুর বেগম। এই সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রীবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক