অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে ২০ দোকান আগুনে পুড়ে ছাই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২০ রাত ০২:৪৯

remove_red_eye

৬২৮


বোরহানউদ্দিন প্রতিনিধি :  ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা সেন্টার বাজারে আগুনে ২০ দোকান পুড়ে ছাই হয়েছে। এঘটনাটি মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১২টার দিকে ঘটেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
সূত্রমতে জানা গেছে, বড়মানিকা ইউনিয়নের মেঘনার নদীর বেড়িবাধঁ এলাকায় সেন্টার বাজারে কামাল হোসেন এর চায়ের দোকানে বৈদ্যুৎতিক সট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহানে মুহুর্র্তের মধ্যে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী সহযোগিতায় দের ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রনে নেয়া হয়। এর আগেই ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন, সেন্টার বাজারে আসার পথে ব্রীজ না থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারনে যথাযসময় ফায়ার সার্ভিস আসতে পারেনি। এজন্য তাদের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন, কামাল চায়ের দোকান, জুয়েল তেল ও পেট্রোল, রুবেল ফাস্টফুড ও ষ্টেশনারী, মো: নুরনবী ফাস্টফুড ও কাপড়, কাদের ঘর মালিক, অজিউল্লাহ চায়ের দোকান, আবু মিয়া পানের পাইকার, বেলায়েত ঘর মালিক, মোস্তাফিজ ভূসা মাল, মো. বশির উল্ল্যাহ ফার্মেসী, মতিন চায়ের ষ্টাশনারী, রুহুল আমিন ঘর মালিক, মিন্টু পানের বেপারী, জাবেদ ফাস্টফুড, মুসলিম হাজারী ঘর মালিক, ফরিদ চায়ের দোকান, জেবল হক ঘর মালিক, ফারুক কাপড়ের দোকান এবং রুহুল আমিন ঘর মালিক।
এ ঘটনা শুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, প্রাথমিক ভাবে জানা গেছে কামালের চায়ের দোকানে বৈদি্যুতিক সর্ট সাকির্ট থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হলেও ২০টি দোকান একে বারে পুড়ে ছাই হয়ে যায়।
এব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী বলেন, ২০টি দোকান পুড়ে প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামের তালিকা করা হচ্ছে। আমরা তাদের পুনবাসনের ব্যবস্থা করবো।