অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে জেলেদের সাথে সচেতনতা মূলক সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:২০

remove_red_eye

৮১২




 বোরহানউদ্দিন প্রতিনিধি : মার্চ ও এপ্রিল টানা দুই মাস ভোলার বোরহানউদ্দিন উপজেলার দুইপাশে অবস্থিত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ অভয়াশ্রম সৃষ্টির সকল ধরণের মাছ ধরা নিষেধ। সরকারের এ কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বোরহানউদ্দিন উপজেলাজুড়ে। উপজেলার বিভিন্ন মাছ ঘাট, জেলে পল্লী, মাছ বাজার ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে চলছে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম। উপজেলায় বুধবার কয়েকটি সভার সাথে ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটির সভাও অনুষ্ঠিত হয়। বুধবার সকালে তেতুলিয়া নদীর গংগাপুর ইউনিয়নের নয়নের খাল ও দাড়িয়া এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় মেঘনার পাড়ে বড়মানিকা ইউনিয়নের সরাজগঞ্জ মাছঘাটে অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক সভা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নি.বে) এ.এফ.এম. নাজমুস সালেহীন এর সভাপত্বিতে উক্ত সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী। এসময় আরও উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা সভাপতি আবু ছায়েদ মাঝি, পক্ষিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, জাতীয় মৎস্যজীবী সমিতির বড়মানিকা ইউনিয়ন সভাপতি দাইমুদ্দিনসহ স্থানীয় জেলে, মৎস্যজীবী, আড়ৎদার, মাছ ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। সকালে সাচড়া ইউনিয়নের দরুণ, কাচারি খাল, সোনাবাজার ও নদীপাড়গুলোতে এবং বিকালে জয়া বাজার ও মাছ ঘাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ২৫ ও ২৬ তারিখ দিনব্যাপী সমগ্র উপজেলা ও নদীর পাড় এবং মাছঘাটগুলোতে মাইকিং করা হয়। লঞ্চঘাট, মাছঘাট, মাছবাজার ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে। আগামীকালও দিনব্যাপী প্রচার কার্যক্রম চলবে মির্জাকালু মাছঘাট, দিদার মাঝি মাছঘাট ও মেঘনার অন্যান্য মাছঘাটগুলোতে।
এব্যাপারে বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নি.বে) এ.এফ.এম. নাজমুস সালেহীন বলেন, মার্চ ও এপ্রিল টানা দুই মাস ভোলার বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ অভয়াশ্রম উপলক্ষ্যে সকল ধরণের মাছ ধরা নিষেধ। সরকারের এ কর্মসূচী বাস্তবায়নের জন্য আমরা সকল রকম প্রস্তুতি নিচ্ছি উপজেলাজুড়ে। জেলেদের সচেতনতার লক্ষে প্রতিদিন তাদের সাথে সভা করে যাচ্ছি। উপজেলায় নদীর পাড় ও মাছঘাটে মাইকিং করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে।