অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন এলাকায় সাগর উত্তাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মে ২০২৩ বিকাল ০৪:৪৮

remove_red_eye

১৭৪

দক্ষিনপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল অবস্থায় রয়েছে।  
নিম্নচাপটি আজ সকালে পায়রা বন্দর থেকে ১ হাজার ৫শ’ ৩৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ইতোমধ্যে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও উপকূলে এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে এবং তা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তিনি আরো জানান, সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সুত্র বাসস